ডাচদের উড়িয়ে ভারতের জয়
13 November 2023
রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচটিও রাঙালো ভারত। আগে ব্যাটিংয়ে নেমে ৩ ফিফটি ও ২ সেঞ্চুরিতে ৪১০ রানের সংগ্রহ পায় ভারত। ব্যাটারদের এমন রাজসিক পারফরম্যান্সের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নেদারল্যান্ডসকে ১৬০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে রোহিত শর্মার দল।
ভারত ক্রিকেট দল
ভারতের দেওয়া পাহাড়সম ৪১১ রানের লক্ষমাত্রা সামনে রেখে ব্যাটিংয়ে নামে নেদারল্যান্ডস। জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি।
দলীয় ৫ রানে প্রথম উইকেট হারায় ডাচরা। দ্বিতীয় উইকেট জুটিতে ম্যাক্স ও’দাউড ও কলিন অ্যাকারম্যান লড়াইয়ের আভাস দিলেও সেটি বড় হতে দেননি কুলদীপ যাদব। ব্যক্তিগত ৩৫ রানে অ্যাকারম্যানকে সাজঘরের পথ দেখান তিনি। এরপর রবীন্দ্র জাদেজার অসাধারণ ডেলিভারিতে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ও’দাউড।
৭২ রানে ৩ উইকেট হারানো দলটিকে এগিয়ে নেওয়ার দায়িত্ব নেন স্কট এডওয়ার্ডস ও সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট। কিন্তু বিরাট কোহলি সেটি হতে দেননি। বল হাতে নিয়েই ফিরিয়ে দেন ডাচ অধিনায়ককে। এরপর নিজেদের সক্ষমতা অনুযায়ী লড়াই চালিয়ে যান ডাচ ব্যাটাররা। শেষ পর্যন্ত তেজা নিদামানুরু ৫৪ রানে ভর করে ২৫০ রানে অলআউট হয় দলটি।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ম্যাচে শুভমান গিল, রোহিত শর্মা ও বিরাট কোহলির ফিফটির পর শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরিতে ৪১০ রানের বড় সংগ্রহ পায় ভারত। চলতি বিশ্বকাপে এটিই ভারতের সর্বোচ্চ দলীয় স্কোর।
Leave a Reply