1. admin@kishorganjeralo.com : kishorganjeralo.com :
  2. admin@shadinota.net : shadinota net : shadinota net
নোটিশ :
গাজায় নৃশংসতা: ইসরায়েলি সঙ্গীতের সময় পিঠ দেখিয়ে ইতালীয়দের প্রতিবাদ সাংবাদিকদের বিরুদ্ধে চার ‘হাতিয়ার’: হামলা, মামলা, হুমকি, মব বিভাজন আর বিভক্তি যেন জাতীয় পার্টির নিয়তি আগামী মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন সেবাস্তিয়ান লেকোর্নু কাতারে ইসরায়েলি বিমান হামলা, যা বললেন তারেক রহমান ডাকসু নির্বাচন ছাত্রশিবিরের সাদিক ভিপি, ফরহাদ জিএস, মহিউদ্দীন এজিএস নির্বাচিত ডাকসু নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করলেন আবিদ নেপালের প্রধানমন্ত্রী হিসেবে জেন-জিদের পছন্দ র‍্যাপার থেকে রাজনীতিক হওয়া বালেন একীভূত হওয়া ব্যাংকগুলোতে আমানতকারীদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে : অর্থ উপদেষ্টা
ব্রেকিং নিউজ :
গাজায় নৃশংসতা: ইসরায়েলি সঙ্গীতের সময় পিঠ দেখিয়ে ইতালীয়দের প্রতিবাদ সাংবাদিকদের বিরুদ্ধে চার ‘হাতিয়ার’: হামলা, মামলা, হুমকি, মব বিভাজন আর বিভক্তি যেন জাতীয় পার্টির নিয়তি আগামী মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন সেবাস্তিয়ান লেকোর্নু কাতারে ইসরায়েলি বিমান হামলা, যা বললেন তারেক রহমান ডাকসু নির্বাচন ছাত্রশিবিরের সাদিক ভিপি, ফরহাদ জিএস, মহিউদ্দীন এজিএস নির্বাচিত ডাকসু নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করলেন আবিদ নেপালের প্রধানমন্ত্রী হিসেবে জেন-জিদের পছন্দ র‍্যাপার থেকে রাজনীতিক হওয়া বালেন একীভূত হওয়া ব্যাংকগুলোতে আমানতকারীদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে : অর্থ উপদেষ্টা

ইউরো ২০২৪ স্পন্সরশিপ : আগে টাকা পরে ‘দেশপ্রেম’!

  • আপডেট সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ৭৯ বার পঠিত

আসন্ন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অভূতপূর্ব কিছু বিষয় দেখবে ফুটবল বিশ্ব৷ আসরের মূল স্পন্সরদের তালিকায় থাকবে চীন এবং ইউরোপের বাইরের আরো কিছু দেশের দাপট৷

অ্যাডিডাসবিহীন জার্মান জাতীয় দল!

৭০ বছরেরও বেশি সময় ধরে জার্মানির জাতীয় দলের স্পন্সর জার্মান কোম্পানি অ্যাডিডাস৷১৯৫৪ সালের বিশ্বকাপে জার্মানি যে প্রথম সাফল্যের দেখা পেয়েছিল তার পেছনেও অ্যাডিডাসের ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা৷ গ্রুপ পর্বে যে জার্মানিকে উড়িয়ে দিয়েছিল ফেরেঙ্ক পুসকাসের হাঙ্গেরি, তারাই কিনা ফাইনালে হেরে বসেছিল ২-৩ গোলে৷ মাঠের ট্যাকটিকেল দিক তো ছিলই, পাশাপাশি অ্যাডিডাসের সর্বাধুনিক বুটও জার্মানদের যে বাড়তি সুবিধা দিয়েছিল তা অনস্বীকার্য৷

তারপর থেকে যেখানেই জার্মান দল খেলেছে, স্পন্সর হয়ে অ্যাডিডাসও সঙ্গে থেকেছে৷

কিন্তু গত ২২ মার্চ জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) জানিয়ে দেয় আর অ্যাডিডাস নয়, আগামীতে (২০২৭ সাল থেকে) অন্তত সাত বছরের জন্য ‘ডি মানশাফট’-এর স্পন্সর থাকবে যুক্তরাষ্ট্রের নাইকি৷ ডিএফবির এই ঘোষণায় সাড়া পড়ে যায় জার্মানিতে৷ প্রতিবাদে মুখর হন অনেকেই৷ জার্মানির খেলোয়াড়দের গায়ে-পায়ে মার্কিন কোম্পানির উপস্থিতি তারা মানতে নারাজ৷

জার্মানির স্বাস্থ্যমন্ত্রী কার্ল লাউটারবাখ এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘‘আমি মনে করি এটা খুবই খারাপ সিদ্ধান্ত৷” সামাজিক গণতান্ত্রিক দলের এই নেতার মতে, ‘‘বাণিজ্যের কাছে ঐতিহ্য এবং ঘরোয়া শান্তি ধ্বংস হয়ে যাচ্ছে৷”

জার্মানির অর্থনীতিমন্ত্রী, সবুজ দলের নেতা রবার্ট হাবেক, ‘‘আমার কাছে অ্যাডিডাস এবং (জার্সির) কালো, লাল আর সোনালি সবসময় এক মনে হয়েছে৷ ওটাই আমার কাছে জার্মানির পরিচয়৷ (স্পন্সরশিপে) একটু দেশপ্রেম থাকলে আমার ভালো লাগতো৷”

ডয়চে বানের একটি ট্রেনে ইউরো ২০২৪-এ স্পন্সর হওয়ার ঘোষণাকিন্তু সাধারণ মানুষ থেকে ছোট-বড় রাজনৈতিক নেতাও অসন্তোষ প্রকাশ করলেও ডিএফবি অটল৷আসল কারণ টাকা৷ জানা গেছে, স্পন্সরশিপ চুক্তির কারণে অ্যাডিডাসের কাছ থেকে যে অর্থ পাওয়া যেতো, নাইকির কাছ থেকে তার দ্বিগুণ পাবে ডিএফবি৷ বছরে নাকি অন্তত ৫০ মিলিয়ন ইউরো, অর্থাৎ ৫৪ মিলিয়ন ডলারের মতো খরচ করবে নাইকি৷

ইউরো ২০২৪-এর স্পন্সরশিপেও ‘নতুনত্ব’

ডিএফবির সেই ঘোষণার এক সপ্তাহ পরেই আসে ইউরো ২০২৪-এর স্পন্সরশিপ নিয়ে অবাক করা খবর – মূল স্পন্সরদের তালিকায় থাকছে না জার্মানির মার্সেডেজ বা ফক্সভাগেন, সেখানে ঢুকে পড়ছেচীনের ইলেক্ট্রিক গাড়ি তৈরির কোম্পানি বিওয়াইডি৷

তবে প্রধান পাঁচ স্পন্সরের তালিকায় অবশ্য অ্যাডিডাস রয়েছে৷ তারা শুধু ম্যাচ বল আর স্বেচ্ছাসেবী এবং কর্মীদের সরঞ্জামাদি সরবরাহ করবে৷ এছাড়া ডিজিটাল সেবাদান প্রতিষ্ঠান অ্যাটস দেখবে আসরের প্রযুক্তির দিকটা৷ মূল পাঁচ স্পন্সরের তালিকায় আরো রয়েছে কোকাকোলা এবং জার্মানির জাতীয় রেলযোগাযোগ কর্তৃপক্ষ ডয়চে বান৷

ডির্ক কাউফমান/ এসিবি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 shadinota.net
Design & Development By Hostitbd.Com