৭নভেম্বর ২০২৩
শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয়ে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ। চলতি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচটি মহা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের সামনে। কিন্তু এই ম্যাচে সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ। ইনজুরির কারণে শেষ ম্যাচ না খেলেই দেশে ফিরতে হচ্ছে সাকিবকে।
সাকিব আল হাসান
শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ম্যাচে বোলিং ও ব্যাটিং, সবখানেই উজ্জ্বল ছিলেন সাকিব। বল হাতে ২ উইকেট শিকার করার পাশাপাশি ব্যাট হাতে ৮২ রানের ইনিংস খেলে জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। এরপর বড় দুঃসংবাদ নিয়ে হাজির হলেন সাকিব।
মূলত শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ের সময় বাম হাতের আঙুলে চোট পান সাকিব। পরবর্তী সময়ে ব্যথানাশক টেপিং ও মেডিসিন নিয়ে ব্যাটিং করেন বাংলাদেশ অধিনায়ক। ম্যাচ পরবর্তী সময়ে স্ক্যান করা হয় সাকিবের আঙ্গুলে। রিপোর্টে ফ্র্যাকচার ধরা পড়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
এর ফলে শুধু বিশ্বকাপ নয়, আগামী ৩-৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে সাকিবকে। আজ থেকেই শুরু হবে সাকিবের পুনর্বাসন প্রক্রিয়া। উল্লেখ্য, আজ দেশে ফেরার কথা রয়েছে সাকিবের। সাকিব না থাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।
Leave a Reply