২০২৬ সালের মধ্যে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি ৪ ট্রিলিয়ন ডলার কমার পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এ অবস্থায় মন্দার ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছে সংস্থাটি।
আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা বৃহস্পতিবার বলেন, অবস্থার উন্নতি হওয়ার চেয়ে অবনতি হওয়ার শঙ্কা বেশি।
আইএমএফ এরই মধ্যে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস তিন বার কমিয়েছে বলেও জানান তিনি।
বর্তমানে ২০২২ সালের জন্য সংস্থাটির প্রবৃদ্ধির পূর্বাভাস ৩ দশমিক ২ শতাংশ এবং ২০২৩ সালের জন্য ২ দশমিক ৯ শতাংশ।
তিনি বলেন, বিশ্ব অর্থনীতিতে ইতোমধ্যে মন্দাভাব শুরু হয়েছে এবং দিন দিন তার ঝুঁকি বাড়ছে। আমরা দেখছি, একদিকে ডলারের মূল্য বাড়ছে, আবার অন্যদিকে জ্বালানি তেলের বাজারে ইতোমধ্যে মন্দা শুরু হয়ে গেছে। তেলের দাম কমতে থাকলেও ডলারের মূল্য বেড়ে যাওয়ায় অনেক দেশ তেল কিনতে পারছে না।’
‘ফলে পৃথিবীজুড়ে অর্থনীতির চাকা ঠিকমতো সচল হচ্ছে না। যদি এই অবস্থা চলতে থাকে তাহলে আগামী দুই বছর বিশ্বের এক তৃতীয়াংশ দেশের অর্থনীতির সংকোচন অব্যাহত থাকবে।’
‘এজন্য আগামী ২০২৬ সালের মধ্যে বৈশ্বিক উৎপাদন কমবে প্রায় ৪ ট্রিলিয়ন ডলারের সমপরিমাণ। এই ঘাটতি খুব দ্রুত পূরণ সম্ভব হবে বলে আমাদের মনে হচ্ছে না।’
ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার অভিযান নাটকীয়ভাবে অর্থনীতিতে আইএমএফের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে বলে জানান তিনি।
এ ছাড়া করোনা মহামারি, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও জলবায়ু পরিস্থিতির অবনতি বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলেছে বলে মত তার।
Leave a Reply