রাশিয়ার একটি প্রতিনিধি দল সোমবার (২৩ ডিসেম্বর) তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছে। দেশ দুটি একটি বিস্তৃত সহযোগিতা চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি নেয়ার সময় ইরানি বার্তা সংস্থাগুলো এই তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
রাশিয়ার প্রতিনিধি দল পেজেশকিয়ানকে ২০২৫ সালের শুরুর দিকে মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছে। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘায়ি এই চুক্তি জানুয়ারিতে একটি দ্বিপাক্ষিক সফরের সময় স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছিলেন।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ইরান ও উত্তর কোরিয়ার মতো যুক্তরাষ্ট্র বিরোধী দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে রাশিয়া।
গত অক্টোবরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছিলেন যে মস্কো ও তেহরান একটি চুক্তি স্বাক্ষর করতে চায়, যা ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতাসহ অন্যান্য বিষয় অন্তর্ভুক্ত করবে।
আরও পড়ুন: গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় দেশটির নেতা
রাশিয়ার ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থার মতে, ইরানে রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন উপপ্রধানমন্ত্রী আলেক্সেই ওভারচুক ও ভিটালি সাভেলেভ।
সোমবার ইন্টারফ্যাক্স জানিয়েছে, দুই পক্ষ আশা করছে যে ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন (ইএইউ)-এর দেশগুলোর সঙ্গে ইরানের যৌথ কাজ এবং একটি পূর্ণাঙ্গ মুক্ত বাণিজ্য অঞ্চলের চুক্তির কাঠামোর মধ্যে আলোচনা হবে।
সেপ্টেম্বরে তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছিল যে ইরান রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহারের জন্য স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে। এতে জড়িত জাহাজ ও কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞাও আরোপ করেছিল ওয়াশিংটন। যদিও মস্কোকে ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টি অস্বীকার করেছে তেহরান।
Leave a Reply