পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, পাকিস্তান আন্তরিকভাবে ক্ষমা চাইলে সম্পর্ক এগিয়ে নেওয়া সহজ হতো। তাই বলে সম্পর্ক আটকে থাকবে সেটাও ঠিক নয়। পাকিস্তানের সঙ্গে ভাল সম্পর্ক অবশ্যই থাকবে, কিন্তু ১৯৭১ সালের ইস্যু বাদ দিয়ে না।জাতিসংঘের সাধারণ পরিষদ থেকে ফেরার পর আজ (১ অক্টোবর) মঙ্গলবার এই বিষয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বিগত সময়ে ইচ্ছা করেই সম্পর্ক আটকে রাখা হয়েছিল।শেখ হাসিনা প্রসঙ্গে জয়শঙ্করের সাথে আলোচনা হয়নি উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেই সরকারের, তবে কোন ব্যক্তি চাইলে করতে পারে।
ভারত প্রসঙ্গে বলেন, দুই দেশের স্বার্থেই সম্পর্ক উন্নয়ন প্রয়োজন। তিনি জানান, নভেম্বরে থাইল্যান্ডের বিমসটেক সামিটে নরেন্দ্র মোদির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হতে পারে।আরেক প্রশ্নের উত্তরে উপদেষ্টা জানান, লেবানন থেকে প্রবাসীদের ফেরাতে প্রস্তুত সরকার।
Leave a Reply