ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং অন্য আটটি দেশ ২১ দিনের যুদ্ধবিরতির আহ্বান জানানোর কয়েক ঘণ্টা পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ ইসরায়েল-লেবানন সীমান্তে প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছেন।
ভয়েস অফ আমেরিকা জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কাটজ বলেন, বিজয় না আসা পর্যন্ত এবং উত্তরের বাসিন্দারা তাদের বাড়িঘরে নিরাপদে প্রত্যাবর্তন না করা পর্যন্ত আমরা আমাদের সর্বশক্তি দিয়ে হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো।
এর কিছুক্ষণ পরই ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা লেবাননের রাজধানী বৈরুতে সুনির্দিষ্ট হামলা চালাচ্ছে। বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং রাজধানীর দক্ষিণ শহরতলিতে ধোঁয়া উঠতে দেখা গেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় জানায়, তিনি যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দেননি এবং তিনি ইসরায়েলি সামরিক বাহিনীকে ‘পূর্ণ শক্তি দিয়ে’ লড়াই চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
গত কয়েকদিনে লেবাননে ইসরায়েলের হামলায় নিহতের হয়েছেন ৭০০ জনেরও বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় আরও ৯২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
Leave a Reply