অটোয়া কনভেনশনের ল্যান্ডমাইন বিরোধী চুক্তি থেকে সরে আসছে ইউক্রেন। এই নিয়ে একটি ডিক্রিতে সই করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মনে করা হচ্ছে, ইউক্রেনের সংসদে এই বিষয় সিদ্ধান্ত নিয়ে এবং জাতিসংঘকে এই বিষয়ে অবহিত করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সোমবার (৩০ জুন) ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, প্রেসেডেন্টের ওয়েবসাইটে প্রকাশিত একটি নথিতে একথা বলা হয়েছে।অন্যদিকে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা বাড়ানোর জন্য বিশ্বের অন্যান্য দেশকে অনুরোধ করেছেন জেলেনস্কি। মস্কোর উপরে ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বরা ১৮ দফার শাস্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ করতে না পারার পরেই এই কথা বলেন তিনি।
এর আগে রোববার একটি ভিডিও বার্তায় তিনি বলেন, (রাশিয়ার উপর) নিষেধাজ্ঞাকে আরো বেশি প্রাধান্য দিতে হবে। এই নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়ার শক্তি ক্ষয় সম্ভব। ইইউ এবং জি-সেভেনসহ বন্ধু দেশগুলোর সঙ্গে রাশিয়ার উপর ইউক্রেনের নিষেধাজ্ঞা নিয়ে একটি চুক্তিতেও সই করেছেন জেলেনস্কি।
ইউক্রেনে ব্যাপক বিমান ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। তাদের ক্রমাগত বিমান হামলায় ইউক্রেন তাদের একটি এফ-১৬ ফাইটার জেট হারিয়েছে। মারা গেছেন পাইলটও। ইউক্রেনও রোববার এফ ১৬ ধ্বংসের কথা স্বীকার করেছে।ইউক্রেন জানিয়েছে, রাশিয়া সপ্তাহান্তে ৫০০টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এর ফলে তিনজন আহত হয়েছেন। বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
Leave a Reply