মিয়ানমারে ভয়াবহ বন্যায় কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। আশ্রয়হীন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
মিয়ানমারের রাজধানী নেপিদো, মান্দালয়, বাগো, মোন, কারেন ও শান রাজ্যের অন্তত ১০টি শহরে বন্যা হয়েছে।
মিয়ানমারের দমকল বাহিনী জানিয়েছে, উদ্ধারকারীরা বন্যা কবলিত ৩০টি এলাকা থেকে সাড়ে তিন হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন।এখনও অনেক মানুষ নিখোঁজ রয়েছেন। অনেকে বাড়ির ছাদে ও গাছে আটকা পড়ে আছেন। মিয়ানমারের সাড়ে পাঁচ কোটি জনসংখ্যার এক তৃতীয়াংশের মানবিক সহায়তা দরকার।
রেডক্রসসহ বহু দাতব্য সংস্থা দেশটির অনেক এলাকায়ই বিধিনিষেধ ও নিরাপত্তা ঝুঁকির কারণে কার্যক্রম পরিচালনা করতে পারছে না। ভিয়েতনামে হাজির হওয়া টাইফুন ইয়াগির প্রভাবে গত সপ্তাহের মাঝামাঝি থেকেই মিয়ানমারে ভারি বৃষ্টি ও বন্যা শুরু হয়।
Leave a Reply