পশ্চিমা দেশগুলোতে রাশিয়া গ্যাস সরবরাহ কমিয়েছে বলে জানিয়েছে রুশ রাষ্ট্রায়ত্ত কোম্পানি গ্যাজপ্রম। তারা জানিয়েছে, কমনওয়েলথ অফ ইনডিপেনডেন্ট স্টেটের বাইরের দেশগুলোতে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত গ্যাস সরবরাহ কমেছে ৪৩ শতাংশ। তবে রুশ গ্যাস রপ্তানি বেড়েছে চীনে।
ইউক্রেনে আগ্রাসন শুরুর পর প্রথমেই ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ পোল্যান্ড, বুলগেরিয়া ও ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে রাশিয়া। এর কয়েক সপ্তাহ পরেই জুনে নর্ড স্ট্রিম পাইপলাইন দিয়ে জার্মানির গ্যাস সরবরাহ কমিয়ে দেয় রুশ রাষ্ট্রায়ত্ত কোম্পানি গ্যাজপ্রম। সবশেষ সেপ্টেম্বরের শুরুর দিকে, যান্ত্রিক ত্রুটিকে কারণ দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য নর্ড স্ট্রিম পাইপলাইন বন্ধ থাকবে বলে জানায় কোম্পানিটি।
আর সেপ্টেম্বরের শেষের দিকে, নর্ড স্ট্রিমের দুইটি পাইপলাইনে লিক শনাক্ত হয়। তবে এর পেছনে নাশকতা দেখছে রাশিয়া। এর জন্য ব্রিটিশ নৌবাহিনীকে দায়ী করে মস্কো।
এদিকে রাশিয়ার জ্বালানির দাম বেঁধে দেওয়া ইস্যুতে ইইউর সাথে উত্তেজনা বাড়ছে মস্কোর।
এমন পরিস্থিতিতে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নে গ্যাস সরবরাহ কমেছে বলে জানিয়েছে গ্যাজপ্রম। নিজেদের টেলিগ্রাম চ্যানেলে কোম্পানিটি জানায়, কমনওয়েলথ অফ স্টেটের বাইরের দেশগুলোতে এই সময়ে গ্যাস সরবরাহ গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ৪৩ শতাংশ কমেছে।
গ্যাজপ্রম বলছে, এ বছর তাদের রপ্তানির পরিমাণ ছিল ৯১ দশমিক ২ বিলিয়ন ঘনমিটার বা বিসিএম গ্যাস, যা ২০২১ সালের প্রথম দশ মাসের চেয়ে ৬৭ দশমিক ৬ বিসিএম কম।
দীর্ঘমেয়াদী দ্বিপাক্ষিক চুক্তির অধীনে সাইবেরিয়া গ্যাস পাইপলাইনের মাধ্যমে চীনে গ্যাজপ্রমের রপ্তানি অব্যাহত রয়েছে। রুশ প্রতিষ্ঠানটির মতে, মেগা পাইপলাইন দিয়ে প্রতিদিন চুক্তির চেয়ে বেশি গ্যাস সরবরাহ হচ্ছে।
২০১৯ সাল থেকে ৩ হাজার কিলোমিটার পাইপলাইন দিয়ে চীনে গ্যাস সরবরাহ শুরু করে গ্যাজপ্রম। পাইপলাইন ইস্টার্ন রুট নামেও পরিচিত। বর্তমানে মঙ্গোলিয়া দিয়ে সয়ুজ ভোস্তক নামে আরেকটি বড় গ্যাস রুটের পরিকল্পনা করছে মস্কো-বেইজিং।
Leave a Reply