রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মধ্যস্থতা করতে পারে ভারত, চীন এবং ব্রাজিল।হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাশিয়া সফরের কিছুদিন পরেই এমন মন্তব্য করলেন রাশিয়ার প্রেসিডেন্ট।
ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইস্তামবুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যস্থতাকারীদের মধ্যে প্রাথমিক পর্যায়ের সমঝোতার কথাবার্তা একটি সহমতের জায়গায় কিছুটা পৌঁছেছে। এর ভিত্তিতে কথা এগিয়ে যেতে পারে বলে তিনি মনে করছেন। তিনি বলেছেন, আমরা আমাদের বন্ধু এবং অংশীদারদের সম্মান করি। আমি বিশ্বাস করি, ভারত, চীন, ব্রাজিল আন্তরিকভাবে এই সংঘাতের সমাধান চান। আমি এই বিষয়ে আমাদের সতীর্থদের সাথে ক্রমাগত যোগাযোগ রাখছি।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনের সঙ্গে আলোচনায় ভারত সাহায্য করতে পারে। তিনি বলেছেন, যুদ্ধরত দুই দেশের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী মধ্যস্থতার বড় পদক্ষেপে নিতে পারেন। এর মাধ্যমে ভারত বিশ্বে নিজের স্থান বুঝিয়ে দিতে পারবে। তবে মোদির মধ্যস্থতা করা নিয়ে রাশিয়ার কাছে সেভাবে কোনও স্পষ্ট পরিকল্পনা উল্লেখ্য. গত ২৩ আগস্ট ইউক্রেন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি জানান, শান্তি রক্ষার্থে ভারত সক্রিয় হতে প্রস্তুত।
Leave a Reply