২০২২ সালে জলবায়ুর বিরূপ প্রভাবের সাক্ষী হয়েছে বিশ্ব। বন্যায় পাকিস্তানের এক-তৃতীয়াংশ পানিতে তলিয়ে গেছে। ৫০০ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্মকাল পার করেছে ইউরোপ। হারিকেন ও টাইফুনে বিধ্বস্ত হয়েছে ফিলিপাইন, কিউবা ও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা। এ অবস্থার মধ্যেই আগামী সপ্তাহে জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন কপ-২৭ এ যোগ দিতে মিসরে সমবেত হচ্ছেন বিশ্ব নেতারা।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ। প্রাণহানির পাশাপাশি এ বছর অতিবৃষ্টি ও প্রলয়ঙ্করী বন্যায় পশ্চিম ও মধ্য আফ্রিকার ১৯ দেশে ৫০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় অন্তত ৬০০ মানুষের মৃত্যু হয়েছে। পাশের দেশ নাইজারে মারা গেছেন ১৯২ জন।
এদিকে, টানা তৃতীয় বছরের মতো খরার মুখে কেনিয়া। রেডক্রসের মতে, দেশটির ৩১ লাখ মানুষ মারাত্মক খাদ্য সংকটের হুমকিতে। আর তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় পূর্ব আফ্রিকাজুড়ে ৪২ লাখ মানুষ।
কেনিয়ার পুষ্টিবিদ নরম্যান ওয়ানিয়ামা বলেন, ‘আমরা অপুষ্টিতে ভোগা শিশুদের নিয়ে কাজ করছি। খরার কারণে তীব্র খাদ্য ঘাটতি দেখা দিয়েছে। বাড়ছে অনাহারে থাকার মানুষের সংখ্যা। পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে।
এ বছর তীব্র দাবদাহ এবং ভয়াবহ বন্যা দুটোরই সাক্ষী হয়েছে পাকিস্তান। আগস্টে স্মরণকালের ভয়াবহ বন্যায় দেশটির এক-তৃতীয়াংশ পানির নিচে তলিয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত ৩ কোটি ৩০ লাখের বেশি মানুষ।
এর আগে জুনে পাকিস্তানের জাকোবাবাদ শহরে ৪৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়। ৩ লাখ মানুষের এই শহরটি গত বছর থেকে দাবদাহের মুখে পড়ছে। সিন্ধু প্রদেশের জাকোবাবাদ পাকিস্তানের অন্যতম উষ্ণ শহরে পরিণত হয়েছে।
এদিকে, অক্টোবরের শুরুতে আটলান্টিক উপকূলে আঘাত হানে হারিকেন ইয়ান। এতে বিধ্বস্ত হয় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, নর্থ ও সাউথ ক্যারোলাইনা।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ না নিলে, বিশ্বব্যাপী প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি আরও বাড়বে বলে মত বিশেষজ্ঞদের।
Leave a Reply