রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ শেষ পর্যন্ত সংলাপের মাধ্যমে অবসান হবে বলে মনে করেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এটি করতে হলে তার দেশকে শক্তিশালী অবস্থানে থাকতে হবে। এই বিষয়টি সামনে রেখে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার দুজন সম্ভাব্য উত্তরসূরির কাছে একটি পরিকল্পনা উপস্থাপন করবেন বলে জানিয়েছেন জেলেনস্কি। খবর রয়টার্সের।মঙ্গলবার (২৭ আগস্ট) কিয়েভে এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের নেতা বলেন, রাশিয়ার কুরস্ক অঞ্চলে গত তিন সপ্তাহ ধরে কিয়েভ বাহিনী যে হামলা করে আসছে সেটিও এই পরিকল্পনার অংশ। তবে এতে অর্থনৈতিক ও কূটনৈতিক বিষয় নিয়েও অন্যান্য পদক্ষেপ রয়েছে।
তিনি বলেন, এই পরিকল্পনার মূল বিষয় হলো রাশিয়াকে যুদ্ধের অবসান ঘটাতে বাধ্য করা। আমি এটি খুব বেশি চাই। এটাই ইউক্রেনের জন্য ন্যায় হবে।
আরও পড়ুন : ইউক্রেনে আবারও রুশ ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
সামনে ইউক্রেন কোন পদক্ষেপ নেবে সে বিষয়ে বিস্তারিত বলেননি জেলেনস্কি। তবে তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মনোনীত দুই প্রার্থী ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস এবং রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরিকল্পনার বিষয়ে আলোচনা করবেন।
এ ছাড়া আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হবে। সেখানে যোগদানের আশা প্রকাশ করেছেন জেলেনস্কি। ধারণা করা হচ্ছে, জাতিসংঘকে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার প্রধান ফোরাম হিসেবে দেখছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তাছাড়া একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করার প্রস্তুতি নেয়ার কথাও জানিয়েছেন তিনি।
তবে গত ১৯ আগস্ট রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেন ৬ আগস্ট রাশিয়ার কুরস্ক অঞ্চলে বড় ধরনের আন্তঃসীমান্ত অনুপ্রবেশ শুরু করেছে। এ ঘটনার পর তাদের সঙ্গে আর কোনো সংলাপ হতে পারে না।
Leave a Reply