মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি সড়কে একটি অনুষ্ঠান উদযাপনের সময় গুলিবর্ষণের ঘটনায় ২১ ব্যক্তি হতাহত হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের আর্কাইভ অব আর্মড ভায়োলেন্সের তথ্য বলছে, গত বছর দেশটিতে বন্দুক সহিংসতায় ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্রের ব্যবহার সীমিত করার প্রচেষ্টা সব সময় রাজনীতিবিদদের পাশাপাশি আগ্নেয়াস্ত্রপন্থি লবিগুলোর বিরোধিতার সম্মুখীন হয়েছে। পার্সটুডে ফারসি জানাচ্ছে, সর্বশেষ ঘটনার ব্যাপারে মিশিগান অঙ্গরাজ্যের পুলিশ ঘোষণা করেছে, রোববার সকালে ডেট্রয়েটে গুলিবর্ষণের ওই ঘটনায় দু’জন নিহত ও ১৯ জন আহত হয়েছে।
মার্কিন পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক তদন্তে দেখা গেছে, এই গুলিবর্ষণের ঘটনায় আহত ব্যক্তিরা শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন।
এর আগে গত শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় কেনটাকি অঙ্গরাজ্যে রাত্রিকালীন এক গুলিবর্ষণের ঘটনায় পাঁচ ব্যক্তি নিহত ও তিনজন আহত হয়েছে।
অন্যদিকে মার্কিন পুলিশ অতি সম্প্রতি দেশটির নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের ইউটিকা শহরে ১৩ বছর বয়সি এক কিশোরকে গুলি করে হত্যা করেছে।
মার্কিন কর্মকর্তারা বলছেন, নিয়া মুই নামক ওই কিশোরকে পুলিশ এই কারণে গুলি করেছিল যে, তার কোমরে আগ্নেয়াস্ত্র দেখতে পাওয়া গিয়েছিল; যদিও পরে প্রমাণ হয়েছে যে, সেটি ছিল একটি খেলনা পিস্তল।
মার্কিন পুলিশ দাবি করেছে, আসল আগ্নেয়াস্ত্রের সঙ্গে খেলনা পিস্তলটির এতটা মিল ছিল যে, তারা আসল অস্ত্র ভেবে ওই কিশোরকে গুলি করে বসেছেন।
মিয়ানমারি বংশোদ্ভূত ওই কিশোর পুলিশের হাতে নিহত হওয়ার পর ইউটিকা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
সর্বশেষ পাওয়া তথ্যে জানা গেছে, নিয়া মুইকে গুলিবর্ষণকারী পুলিশ কর্মকর্তাদেরকে বেতনসহ ছুটিতে পাঠানো হয়েছে।
এদিকে, মার্কিন কর্মকর্তারা ঘোষণা করেছেন, গত ৪ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ছুটির দিনে সহিংস সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় সারাদেশে অন্তত ৩৩ জন নিহত ও আরো অর্ধশতেরও বেশি মানুষ আহত হয়েছে।
কাইজার ফ্যামিলি ফাউন্ডেশন ইন আমেরিকা বা কেএফএফ পরিচালিত এক জনমত জরিপে দেখা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি পাঁচ ব্যক্তির মধ্যে একজন আগ্নেয়াস্ত্র দ্বারা হুমকির সম্মুখীন এবং সশস্ত্র সহিংসতার শিকার হয়েছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে প্রতি বছর গুলিবর্ষণের ঘটনায় হাজার হাজার মানুষের ভবলীলা সাঙ্গ হয় এবং আরো হাজার হাজার মানুষ আহত হয়।
সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রে ২৭ কোটি থেকে ৩০ কোটি আগ্নেয়াস্ত্র রয়েছে। অর্থাৎ দেশটির প্রতিটি নাগরিকের বিপরীতে একটি করে আগ্নেয়াস্ত্র রয়েছে।
এসব পরিসংখ্যান তুলে ধরার উদ্দেশ্য একথা বলা যে, মার্কিন সরকার আসলে যুক্তরাষ্ট্রের এই সহিংস পরিবেশ সারা বিশ্বে ছড়িয়ে দিতে চায়। এ কারণে দেখা যায়, বিশ্বের যে স্থানেই আমেরিকা পা রাখে সেখানকার পরিবেশই সহিংস হয়ে ওঠে। আর এর ফলে লাভবান হয় মার্কিন যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র তৈরির বড় বড় কোম্পানিগুলো।
Leave a Reply