ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, দেশ পরিচালনার ক্ষেত্রে যেকোনো সরকার ও কর্মকর্তাদের জন্য আদর্শ হলেন শহীদ প্রেসিডেন্ট রায়িসি।
আজ (রোববার) ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মাদ মুখবের ও শহীদ রায়িসির মন্ত্রিসভার সদস্যরা ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খামেনেয়ীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
সর্বোচ্চ নেতা আরও বলেন, জনাব রায়িসি জনগণকে ভালোবাসতেন। মানুষের পাশে থেকে বাস্তবতা উপলব্ধি করতেন। জনগণ যা বলতেন তা শুনতেন এবং জনগণের যা প্রয়োজন তার ভিত্তিতে পরিকল্পনা প্রণয়ন করে তাদের সমস্যা সমাধানের চেষ্টা করতেন। ইসলাম ধর্মও ঠিক এটাই করতে বলে।
তিনি আরও বলেন, শহীদ রায়িসি সত্যিকার অর্থেই দেশের অভ্যন্তরীণ শক্তি-সামর্থ্যকে গুরুত্ব দিতেন। তিনি বিশ্বাস করতেন আমরা আমাদের নিজস্ব সামর্থ্যের উপর নির্ভর করে দেশের অনেক সমস্যার সমাধান করতে সক্ষম।
আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, বিপ্লবী এবং ধর্মীয় অবস্থান ঘোষণার ক্ষেত্রে অকপটতা ছিল শহীদ রায়িসির আরেকটি বৈশিষ্ট্য। বিপ্লবী অবস্থান সুস্পষ্ট ভাবে প্রকাশ করলে নির্দিষ্ট কিছু মানুষ, কিছু গোষ্ঠী, কিছু ব্যক্তিত্ব মন খারাপ করতে পারে- এমন আশঙ্কা বিবেচনায় নিতেন না রায়িসি।
শহীদ প্রেসিডেন্ট রায়িসির অক্লান্ত পরিশ্রমের কথা তুলে ধরে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, আমি বারবার জনাব রায়িসিকে একটু বিশ্রাম নেওয়ার পরামর্শ দিচ্ছিলাম। কিন্তু তিনি সবসময় বলতেন তিনি কখনই ক্লান্ত হন না। সত্যিই তাই, এটা অবাক হওয়ার মতো বিষয়। মধ্যরাতে বিদেশ সফর থেকে ফিরে তিনি সকালে কারাজ শহরে জনসাধারণের সঙ্গে দেখা করতে চলে গেছেন।
১৯ মে জনতার এই প্রেসিডেন্ট ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ হন।
নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন মাসুদ পেজেশকিয়ান। তিনি নতুন মন্ত্রিসভা গঠন করবেন। এ কারণে শহীদ রায়িসির সরকারের সদস্যরা আজ সর্বোচ্চ নেতার সঙ্গে বিদায়ী সাক্ষাত করে
Leave a Reply