1. admin@kishorganjeralo.com : kishorganjeralo.com :
  2. admin@shadinota.net : shadinota net : shadinota net
নোটিশ :
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ শিক্ষার্থীদের কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষায় জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী শুরু হচ্ছে দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন আইপিডিআই ফাউন্ডেশন হৃদরোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে : স্পিকার গাছ লাগানোর উপযুক্ত সময় শেষ পর্যন্ত যুদ্ধবিরতিতে মরিয়া ইসরায়েল বিএফইউজে-ডিইউজের আলোচনা সভা : সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি এভারকেয়ারের সিসিইউতে ভর্তি খালেদা জিয়া বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠবে: মির্জা ফখরুল বিচার বিভাগের সব ক্ষেত্রে ওয়ান স্টপ সার্ভিস চালু হচ্ছে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রীর চিঠি
ব্রেকিং নিউজ :
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ শিক্ষার্থীদের কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষায় জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী শুরু হচ্ছে দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন আইপিডিআই ফাউন্ডেশন হৃদরোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে : স্পিকার গাছ লাগানোর উপযুক্ত সময় শেষ পর্যন্ত যুদ্ধবিরতিতে মরিয়া ইসরায়েল বিএফইউজে-ডিইউজের আলোচনা সভা : সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি এভারকেয়ারের সিসিইউতে ভর্তি খালেদা জিয়া বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠবে: মির্জা ফখরুল বিচার বিভাগের সব ক্ষেত্রে ওয়ান স্টপ সার্ভিস চালু হচ্ছে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রীর চিঠি

রোহিঙ্গা জাতি কি সত্যিই বাঙালি

  • আপডেট সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ২১০ বার পঠিত

মূলত সপ্তম অষ্টম শতাব্দীতে রোহিঙ্গা জনগোষ্ঠটীর আবির্ভাব ঘটে। সময়ের পরিপেক্ষিতে মধ্যপ্রাচীয় মুসলমান ও স্থানীয় আরাকানীদের সংমিশ্রণে রোহিঙ্গা জাতির উদ্ভব হয় (হাবিব ১৯৯৫:২০)। পরবর্তীতে চাঁটগাইয়া, রাখাইন, আরকানী, বার্মিজ, বাঙালি, ভারতীয়, মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষদের মিশ্রণে উদ্ভূত এই সংকর জাতি এয়োদশ চতুর্দশ শতাব্দীতে একটি আলাদা জাতি হিসেবে নিজেদের আত্মপ্রকাশ করে।

পঞ্চদশ শতাব্দী হতে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত আরকানে রোহিঙ্গাদের নিজেদের রাজ্য ছিল এবং অতীতে ইরাবতী নদীর উপত্যকায় দুটি রাজ্যও ছিল তাদের দখলে (সামাদ:২০১০)। অতঃপর দক্ষিণের রাজ্যের একজন রাজা ১৪০৪ খৃষ্টাব্দে তখনকার আরাকান রাজ্য জয় করেন। আরাকান রাজ্যেরে রাজা মেঘ সোয়া মউন্ বর্মি রাজার কাছে পরাজিত হয়ে পালিয়ে গৌড়ে আসেন। এই সময় গৌড়ের সুলতান ছিলে জালাল উদ্দিন মুহম্মদ শাহ্। তিনি সেনাপতি ওয়ালি খান কে বিশ হাজার সৈন্য নিয়ে আরাকান পাঠান এবং ওয়ালি খান যুদ্ধে জিতেন। কিন্ত তিনি মেঘ সোয়া মউনকে রাজা রাজ্যের দায়িত্ব না দিয়ে নিজেই সিংহাসনে বসেন ও বন্দি করেন আরকান রাজাকে।

মেঘ সোয়া মউন্ আবার কৌশলে গৌড় রাজ্যে পালিয়ে আসেন। গৌড়ের সুলতান এবার তাকে সিদ্ধি খান নামে আরেকজন সেনাপতির অধীনে ত্রিশ হাজার সৈন্য দেন আরকান উদ্ধারের জন্য। সিদ্ধি খান ওয়ালি খানকে যুদ্ধে পরাজিত করেন এবং মেঘ সোয়া মউন্ কে আরকানের রাজা করেন। এইসময় গৌড় থেকে যাওয়া মুসলমান সৈন্যরা আরাকান থেকে যান।

রোহং শহরে বাস করতে থাকেন গৌড় থেকে যাওয়া মুসলমান সৈন্যরা এবং পরবর্তীতে এদের বংশধরই রোহিঙ্গা হিসেবে পরিচিতি পায়। রোহিঙ্গারা যখন আরকানে যান তখন আরকান বার্মার অংশ ছিল না। আরাকানের অনেক রাজা তাদের দেশে চট্টগ্রাম থেকে অনেক মুসলমানকে নিয়ে যান আরকানে চাষাবাদ করার জন্য এবং তারাও পরবর্তীতে রোহিঙ্গা হিসেবে পরিচিতি পান। মূলত এই কারণে রোহিঙ্গা জনগোষ্ঠীর ভাষার সাথে চাঁটগাইয়া ভাষার এতটা মিল। রোহিঙ্গাদেরও যেহেতু রয়েছে চেনা শেকড়, তাই সবার প্রত্যাশা তারাও ফিরে যাক তাদের পরিচিত শেকড়ে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 shadinota.net
Design & Development By Hostitbd.Com