1. admin@kishorganjeralo.com : kishorganjeralo.com :
  2. admin@shadinota.net : shadinota net : shadinota net
নোটিশ :
গাজায় নৃশংসতা: ইসরায়েলি সঙ্গীতের সময় পিঠ দেখিয়ে ইতালীয়দের প্রতিবাদ সাংবাদিকদের বিরুদ্ধে চার ‘হাতিয়ার’: হামলা, মামলা, হুমকি, মব বিভাজন আর বিভক্তি যেন জাতীয় পার্টির নিয়তি আগামী মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন সেবাস্তিয়ান লেকোর্নু কাতারে ইসরায়েলি বিমান হামলা, যা বললেন তারেক রহমান ডাকসু নির্বাচন ছাত্রশিবিরের সাদিক ভিপি, ফরহাদ জিএস, মহিউদ্দীন এজিএস নির্বাচিত ডাকসু নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করলেন আবিদ নেপালের প্রধানমন্ত্রী হিসেবে জেন-জিদের পছন্দ র‍্যাপার থেকে রাজনীতিক হওয়া বালেন একীভূত হওয়া ব্যাংকগুলোতে আমানতকারীদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে : অর্থ উপদেষ্টা
ব্রেকিং নিউজ :
গাজায় নৃশংসতা: ইসরায়েলি সঙ্গীতের সময় পিঠ দেখিয়ে ইতালীয়দের প্রতিবাদ সাংবাদিকদের বিরুদ্ধে চার ‘হাতিয়ার’: হামলা, মামলা, হুমকি, মব বিভাজন আর বিভক্তি যেন জাতীয় পার্টির নিয়তি আগামী মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন সেবাস্তিয়ান লেকোর্নু কাতারে ইসরায়েলি বিমান হামলা, যা বললেন তারেক রহমান ডাকসু নির্বাচন ছাত্রশিবিরের সাদিক ভিপি, ফরহাদ জিএস, মহিউদ্দীন এজিএস নির্বাচিত ডাকসু নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করলেন আবিদ নেপালের প্রধানমন্ত্রী হিসেবে জেন-জিদের পছন্দ র‍্যাপার থেকে রাজনীতিক হওয়া বালেন একীভূত হওয়া ব্যাংকগুলোতে আমানতকারীদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে : অর্থ উপদেষ্টা

সক্রিয় ও সোচ্চার বিরোধীরা, শুরুতেই জমজমাট লোকসভা

  • আপডেট সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৭৫ বার পঠিত

লোকসভার ফলাফল প্রকাশের পরেই বোঝা যাচ্ছিল বিরোধীদের শক্তি বাড়ার পর এবার সংসদের ছবিটা বদলাবে।বাস্তবে তাই হয়েছে। নতুন সাংসদের শপথগ্রহণ অনুষ্ঠানে এবং স্পিকারের নির্বাচনকে ঘিরে লোকসভার যে ছবিটা সামনে এসেছে, তাতে একটা কথা বলাই যায়, গত দশ বছরে লোকসভার অধিবেশন শুরুর পর এরকম জমজমাট চেহারা দেখা যায়নি। স্পিকার নির্বাচিত হওয়ার পর বিরোধী নেতারা ওম বিড়লাকে যেভাবে সাবধানবানী শুনিয়েছেন, তা আগের দুইবার হয়নি। এমনকী ডেপুটি স্পিকারের পদ বিরোধীদের না দেয়ায় বিরোধীরা যেভাবে স্পিকার পদে প্রার্থী দিয়েছিল, সেটাও বহু বছর পর দেখা গেলো।

স্পিকারের নির্বাচন ঘিরে

বুধবার ওম বিড়লা দ্বিতীয়বারের জন্য স্পিকার নির্বাচিত হয়েছেন। ইন্ডিয়ার তরফে কংগ্রেস সাংসদ কে সুরেশ প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। কিন্তু ধ্বনিভোটেই স্পিকার নির্বাচিত হন বিড়লা। বিরোধীরা আর বোতাম টিপে ভোটাভুটির দাবি জানায়নি।

এ পর্যন্ত ঠিক ছিল। তারপর রীতি মেনে সরকার ও বিরেোধী দলের নেতাদের বলতে দেন নবনির্বাচিত স্পিকার ওম বিড়লা। সেখানে প্রধানমন্ত্রী বলেন, ”গতবার আপনাকে কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে। তাতে আপনি কষ্ট পেয়েছেন। কিন্তু লোকসভার মর্যাদা রক্ষার জন্য সেই কাজ আপনি করেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বিশ্বাস, আপনি সফল হবেনই। আপনার নেতৃত্বে এবারও লোকসভা তার দায়িত্ব পালন করবে।”

এরপরই বলতে ওঠেন বিরোধী নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, ”সরকারের কাছে রাজনৈতিক ক্ষমতা আছে। কিন্তু বিরোধীরাও ভারতের মানুষকে প্রতিনিধিত্ব করছে। আগেরবারের তুলনায় এবার বেশি করে করছে। বিরোধীদের আওয়াজ যেন লোকসভায় শোনা যায়। আমি নিশ্চিত, আপনি বিরোধীদের বলতে দেবেন। বিরোধীদের কণ্ঠস্বর চেপে দিলে তা অগণতান্ত্রিক হবে। মানুষ বিরোধীদের সংবিধান রক্ষার জন্য ভোট দিয়েছেন। আমাদের আশা, আপনি সংবিধানকে রক্ষা করবেন।”
সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব তো আরো একধাপ এগিয়ে বলেছেন, ”আপনার ইশারায় লোকসভা চলে। এর উল্টোটা যেন না হয়। আর কাউকে যেন সাসপেন্ড হতে না হয়। আপনি সরকারপক্ষকে যেমন সম্মান করবেন, তেমনই বিরোধীদেরও সম্মান করবেন।”

সুদীপ বন্দ্যোপাধ্যায় যেমন বলেছেন, ”প্রধানমন্ত্রী বলেছেন, গত লোকসভায় অনেক বিল পাস হয়েছে। কিন্তু এমনও হয়েছে, আলোচনা ছাড়া বিল পাস হয়ে গেছে। বিরোধীদের যেন অবহেলা না করা হয়। সংবিধানকে যেন রক্ষা করা হয়।”

এভাবেই নবনির্বাচিত স্পিকারকে বার্তা দিয়ে রেখেছেন বিরোধী নেতারা। এবার তাদের শক্তি বেশি, সেটাও বুঝিয়ে দিয়েছেন। এখানে একসুরে কথা বলেছেন বিরোধী নেতারা। ডিএমকে নেতা টি আর বালু তো তার বলা শেষ করেছেন এটা বলে, ”দয়া করে নিরপেক্ষ থাকবেন, নিরপেক্ষ থাকবেন এবং নিরপেক্ষ থাকবেন।”

জরুরি অবস্থা নিয়ে নীরবতা

স্পিকার ওম বিড়লা বলেন, সাংসদরা যেন লোকসভার মর্যাদা রক্ষা করেন। নিজের বক্তব্যের পর স্পিকার সব সাংসদকে জরুরি অবস্থার কালো দিনের ৫০ তম বার্ষিকীতে দুই মিনিট নীরবতা পালন করার কথা বলেন।

স্পিকারের কথায় বিরোধীরা হইহই করে ওঠেন। পরে কংগ্রেস সাংসদ শশী থারুর বলেছেন, ”এটা খুবই দুর্ভাগ্যজনক যে স্পিকার প্রথম দিনেই মতৈক্যের পরিবেশকে নষ্ট করে বিভাজনের বিষয় নিয়ে এসেছেন। যেদিন সহযোগিতা ও মতৈক্যের বার্তা দেয়ার কথা ছিল, সেদিন তিনি দুর্ভাগ্যজনক কাজ করলেন।”

মোদী-রাহুলের হ্যান্ডশেক

এদিন লোকসভার ভিতরে সৌজন্য়ের ছবিও দেখা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধীকে হাত মেলাতে দেখা যায়। স্পিকার পদে ওম বিড়লা নির্বাচিত হওয়ার পর প্রথমে নরেন্দ্র মোদী ও তারপর রাহুল গান্ধী তাকে অভিনন্দন জানান। তারপর রাহুল প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন এবং দুজনে হাত মেলান।

সংবিধান হাতে বিরোধীরা

এর আগে সাংসদ হিসাবে শপথ নেয়ার দিন কংগ্রেস-সহ বিরোধীরা হাতে সংবিধান নিয়ে গেছিলেন। প্রোটেম স্পিকারের ক্ষেত্রে সরকার রীতি মানছে না বলে তারা সংবিধান হাতে নিয়ে ছিলেন বলে কংগ্রেস নেতারা জানিয়েছেন। সোনিয়া, রাহুল-সহ বিরোধী সাংসদদের হাতে সংবিধান ছিল।

বিতর্কিত মন্তব্য

এর মধ্যেই কয়েকজন সাংসদ বিতর্কিত মন্তব্য করেছেন। আসাদুদ্দিন ওয়েইসি ও বিজেপি সাংসদ ছত্রপাল সিং গাঙ্গোয়ার বিতর্কিত স্লোগান দেন। তা নিয়ে প্রবল হইচই শুরু হয়েছে।

সবমিলিয়ে শুরু থেকেই লোকসভা জমে গেছে।

জিএইচ/এসজি(সংসদ টিভি)

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 shadinota.net
Design & Development By Hostitbd.Com