বাংলাদেশ জাতীয় জাদুঘরের নবসজ্জিত ২৫ নং চীনামাটির গ্যালারির শুভ উদ্বোধন ২৫ জুন ২০২৪ তারিখ ঘোষণা করা হয়। প্রদর্শর্নীর উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব মো. কামরুজ্জামান।স্বাগত বক্তব্য উপস্থাপন করেন জাতিতত্ব ও অলংকরণ শিল্পকলা বিভাগের কীপার (রু.দা.) জনাব মো. মতিয়ার রহমান। আয়োজনটির সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সচিব(যুগ্মসচিব) গাজী মো. ওয়ালি-উল-হক। সঞ্চালনা করেন জাতিতত্ত্ব ও অলংকরণ শিল্পকলা বিভাগের সহকারী কীপার জান্নতুন নাঈম।
Leave a Reply