1. admin@kishorganjeralo.com : kishorganjeralo.com :
  2. admin@shadinota.net : shadinota net : shadinota net
ব্রেকিং নিউজ :

সীমান্তে অস্থিরতা: অনির্দিষ্টকালের জন্য টেকনাফ-সেন্টমার্টিন জাহাজ চলাচল বন্ধ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮০ বার পঠিত

কক্সবাজারের টেকনাফ সীমান্ত ঘেঁষা মিয়ানমার সীমান্তে অস্থিরতা বিরাজ করায় নিরাপত্তার স্বার্থে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে টেকনাফ থেকে সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।বুধবার (৭ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ইয়ামিন হোসেন। তিনি জানান, নিরাপত্তার স্বার্থে ১০ ফেব্রুয়ারি থেকে সেন্টমার্টিনে নৌ-রুটে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী জানান, নিরাপত্তাজনিত কারণে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত টেকনাফ হতে সেন্টমার্টিনগামী সব পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। তবে শুক্রবার পর্যন্ত সব জাহাজ চলাচল করবে।

তিনি আরও জানান, টেকনাফ থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকলেও চট্টগ্রাম ও কক্সবাজার হতে চলাচলকারী জাহাজ চলাচল অব্যাহত থাকবে।

এদিকে মিয়ানমারে চলমান সংঘাত বন্ধ না হওয়ায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে উত্তেজনা বাড়ছে। এখনো সীমান্তের ওপারে থেমে থেমে চলছে গোলাগুলি। গত কয়েকদিন ধরে ঘুমধুম ও তুমব্রু এলাকার পাশ্ববর্তী সীমান্ত এলাকায় গোলাগুলি বেড়ে যাওয়ায় আতঙ্কে বাড়ি ঘর ছেড়ে সরে যাচ্ছে স্থানীয়রা। মিয়ানমারের অভ্যন্তরে গত কয়েকদিনের সংঘাতে এপারের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে আর আতঙ্কে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের।সীমান্তের পরিস্থিতি পরিদর্শন শেষে গত ৬ ফেব্রুয়ারি বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকা স্থানীয়দের সর্তক থাকার পাশাপাশি সীমান্ত এলাকার পাশ্ববর্তী সবাইকে আশ্রয়কেন্দ্রে যেতে অনুরোধ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 shadinota.net
Design & Development By Hostitbd.Com