1. admin@kishorganjeralo.com : kishorganjeralo.com :
  2. admin@shadinota.net : shadinota net : shadinota net
ব্রেকিং নিউজ :

বিভিন্ন দেশের আশ্রয় প্রক্রিয়া খতিয়ে দেখবে জার্মানি

  • আপডেট সময় : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ৫৩ বার পঠিত

ইটালির সাথে আলবেনিয়া, যুক্তরাজ্যের সাথে রুয়ান্ডার যেমন চুক্তি রয়েছে, তেমনই চুক্তির মাধ্যমে নিজেদের জন্যও মানানসই আশ্রয়প্রদানে সহযোগী রাষ্ট্রের খোঁজ করছে জার্মানি৷ তাই খতিয়ে দেখছে বিভিন্ন দেশের আশ্রয়প্রক্রিয়া৷চান্সেলর ওলাফ শলৎজ জার্মানির আঞ্চলিক নেতৃত্বকে আশ্বস্ত করে বলেছেন, তৃতীয় দেশগুলিতে আশ্রয় প্রক্রিয়াকে পরীক্ষা করার কাজ চলবে৷

বৃহস্পতিবার সন্ধ্যায় বিভিন্ন রাজ্যের প্রধানদের সাথে বার্লিনে বৈঠক করেন শলৎজ৷

ডিসেম্বরে এ বিষয়ে বিস্তারিত প্রস্তাব নিয়ে শলৎজ আবার ১৬টি রাজ্যের প্রধানদের সাথে আলোচনায় বসবেন৷

আশ্রয় প্রক্রিয়ার পরীক্ষা যেভাবে

বৃহস্পতিবারের বৈঠকের আগে রাজ্যগুলির পক্ষ থেকে তৃতীয় রাষ্ট্রের আশ্রয় প্রক্রিয়ার ‘বাস্তবিক মডেলের’ মূল্যায়ন করতে বলা হয়েছিল৷ এরপর জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষজ্ঞদের সাথে কথা বলা শুরু করে৷

এই চিন্তাটি আসে যুক্তরাজ্য যেভাবে রুয়ান্ডার সাথে আশ্রয় দেবার বিষয়টি পরিচালনা করে বা যেভাবে আলবেনিয়া ও ইটালি তা করে, সেখান থেকে৷ বেশিরভাগ বিশেষজ্ঞই তুলে ধরেন উচ্চমাত্রার আইনি ও বাস্তবিক জটিলতার প্রসঙ্গ৷ সাথে জার্মানির বাইরে বিষয়টি নিয়ে যাওয়া নিয়েও বিশেষজ্ঞদের মধ্যে সংশয় রয়েছে৷

কিন্তু কোন মডেলটি জার্মানির জন্য বেছে নেওয়া হতে পারে, সেবিষয়ে এখনই কিছু বলছেন না শলৎজ৷ এখন শুধুই সব কিছু ‘সতর্কভাবে’ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি৷

জার্মান স্বরাষ্ট্র মন্ত্রী ন্যান্সি ফেজার বলেছেন, তৃতীয় রাষ্ট্রে আশ্রয় আবেদনের কাজ জার্মানির অভিবাসন নীতির জন্য একটি ‘ভিত্তিপ্রস্তর’ স্থাপন করতে পারে৷

নিডারজাক্সেন রাজ্যের প্রধান স্টেফান ভাইল শলৎজের দল এসপিডির সদস্য৷ অন্য একটি দেশে আশ্রয়প্রার্থীদের পাঠানো নিয়ে তিনিও সন্দিহান৷ বিশেষজ্ঞরা ‘ধারাবাহিকভাবে প্রশ্ন করে যান’, বলেন ভাইল৷ যারা ধারণা করছেন এই প্রক্রিয়ায় ইতিবাচক ফল আসবে, তাদের সাবধান করেন ভাইল৷

এসএস/এসিবি (এএফপি, ডিপিএ)

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 shadinota.net
Design & Development By Hostitbd.Com