ইসরাইলি বর্বরতায় গাজায় শহীদের সংখ্যা বাড়ছে, নানা ইস্যুতে এশিয়ার অন্যান্য অঞ্চলেও উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইউক্রেন ইস্যুতে পাশ্চাত্যের সঙ্গে রাশিয়ার উত্তেজনাও থামছে না। আর গোটা বিশ্বে অশান্তি ও উত্তেজনার পেছনে আমেরিকার সাম্রাজ্যবাদী নীতিকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। গত কয়েক দিনের খবর বিশ্লেষণ করলেও এমনি ইঙ্গিত পাওয়া যায়। তবে কিছু স্বস্তিদায়ক খবরও আছে। চলুন গত কয়েক দিনের গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর দিই।
পূর্ব এশিয়ায় উত্তেজনা বাড়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের নয়া পরিকল্পনা
চলতি গ্রীষ্মে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া ‘ফ্রিডম এজ’ নামক যৌথ মহড়া আয়োজনের বিষয়ে সমঝোতায় পৌঁছেছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকির বিরুদ্ধে নিরাপত্তা সহযোগিতা জোরদার করতে এই মহড়ার আয়োজন করা হচ্ছে। উত্তর কোরিয়া এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির প্রধান কারণ হিসেবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দায়ী করে থাকে।
চীন: এশিয়ায় ন্যাটোর একটি সংস্করণ খুঁজছে আমেরিকা
চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের ডেপুটি চিফ অব স্টাফ সিঙ্গাপুরে নিরাপত্তা বিষয়ক সম্মেলনে বলেছেন, আমেরিকা নিজের আধিপত্য বজায় রাখতে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটোর আদলে একটি জোট গড়ে তোলার চেষ্টা করছে। তিনি বলেন, আমেরিকাই হচ্ছে এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি।
গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠাতে ইন্দোনেশিয়ার প্রস্তুতি ঘোষণা
ইন্দোনেশিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট প্রাবোয়ু সুবিয়ান্তো শনিবার গাজায় শান্তিরক্ষী এবং চিকিৎসক পাঠানোর জন্য তার দেশের প্রস্তুতি কথা ঘোষণা করেছেন। তিনি সিঙ্গাপুরে বলেন, গাজায় যুদ্ধবিরতি হলে প্রয়োজনে শান্তিরক্ষী পাঠাতে তার দেশ প্রস্তুত রয়েছে। গত ৭ অক্টোবর থেকে গাজায় দখলদার ইসরাইলের হামলায় ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
ভারতীয় সংসদ নির্বাচনের ফলাফল
ভারতের লোকসভার সাত ধাপের নির্বাচন শেষ হয়েছে গত হয়েছে ১ জুন শনিবার। ১৮তম এই নির্বাচনে ভোট দিয়েছেন দেশটির প্রায় ৬৪ কোটি নাগরিক। আজ মঙ্গলবার (৪ জুন) চলছে ফলাফল ঘোষণা। আজ প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার মিত্রদের জোট (এনডিএ) অপেক্ষাকৃত কম সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয় মেয়াদের জন্য নির্বাচিত হতে যাচ্ছে। এই জোটের প্রধান দল বিজেপি এককভাবে সরকার গড়ার মতো আসন পাবে না বলেই মনে করা হচ্ছে। ছয় সপ্তাহ ব্যাপী সাত দফার এই নির্বাচনে ৬৪ কোটিরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলার জন্য ইউক্রেনকে অনুমতি
আমেরিকার প্রেসিডেন্টের আবাসিক দপ্তর হোয়াইট হাউস মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ায় সরাসরি হামলার অনুমতি দিয়েছে। রাশিয়া এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। সোমবার রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন: ‘আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে এ ধরণের ভুল হিসেব-নিকেশের বিষয়ে সতর্ক করছি। এটা মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে।’
‘ফিলিস্তিন’ নামক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইয়েমেন
দখলদার ইসরাইলের একটি সামরিক লক্ষ্যবস্তুতে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘ফিলিস্তিন’ দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী। এই প্রথম ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করা হলো। সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, ‘ফিলিস্তিন’ নামের নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইল অধিকৃত এইলাত বন্দরের একটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। হামলার মূল লক্ষ্য অর্জিত হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী প্রথম থেকেই বলে আসছে, গাজায় ইসরাইলি হামলা বন্ধ না করা পর্যন্ত দখলদারদের বিভিন্ন স্থাপনা ও স্বার্থে আঘাত হানার প্রক্রিয়া অব্যাহত থাকবে।
ইরান-সৌদি সম্পর্ক সঠিক পথে রয়েছে
ইসলামি প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি লেবাননের বৈরুতে জোর দিয়ে বলেছেন, ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক সঠিক পথে রয়েছে। তার মতে, ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক আনুষ্ঠানিকভাবে পুনঃস্থাপনের পর থেকে উভয় পক্ষই একে অপরকে সহযোগিতা করার জন্য কার্যকর পদক্ষেপ নিয়েছে। বর্তমান সংবেদনশীল সময়ে ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক ও সহযোগিতা জোরদারের মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার ওপর জোর দেন আলী বাকেরি।
ইরানের পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ: আইএইএ মহাপরিচালক
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি সোমবার আবারও বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
Leave a Reply