আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি ইহুদিবাদী ইসরাইলের নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার জন্য যে প্রচেষ্টা চালাচ্ছে তাতে ক্ষিপ্ত হয়ে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ আইসিসি’র বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব পাস করেছে।
প্রতিনিধি পরিষদে তোলা এই প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ২৪৭টি আর ১৫৫ জন সদস্য এর বিরোধিতা করেছেন। সেই হিসেবে রিপাবলিকান দলের সমস্ত সদস্য এবং ডেমোক্র্যাট দলের ইসরাইলপন্থী ৪২ জন সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। প্রস্তাবটি উত্থাপন করেন টেক্সাস থেকে নির্বাচিত রিপাবলিকান দলের সদস্য চিপ রয়।
সম্প্রতি আইসিসি’র প্রধান কৌসুলি করিম খান গাজায় গণহত্যামূলক যুদ্ধ চালানোর জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির অনুরোধ জানিয়েছেন। এই অনুরোধ যাতে আইসিসি বাস্তবায়ন করতে না পারে তা নিশ্চিত করার জন্য মূলত মার্কিন প্রতিনিধি পরিষদ আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পক্ষে ভোট দিল।
প্রস্তাব উত্থাপনের পর প্রতিনিধি পরিষদের রিপাবলিকান দলীয় স্পিকার মাইক জনসন তার ভাষায় বলেন, ইসরাইলি জাতির অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ইরানের প্রক্সি দুষ্কৃতিকারী হামাসের বিরুদ্ধে যখন প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী লড়াই করছেন তখন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির এই ধারণা প্রকাশ করা হয়েছে। তবে, এজন্য আইসিসিকে শাস্তির মুখে পড়তে হবে।
Leave a Reply