১১তম জাতীয় এসএমই পণ্য মেলায় যশোরের নরেন্দ্রপুর ক্রিকেট ব্যাট ক্লাস্টারের উদ্যোক্তার পণ্য দেখছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।
১৯-২৫ মে ২০২৪ শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৭ দিন ব্যাপী ১১তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলা অনুষ্ঠিত হয়। ১৯ মে ২০২৪ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি মেলা উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনের ব্যবস্থা করা হয়। উক্ত প্রদর্শনীতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের হ্যান্ডিক্রাফটস, চামড়াজাত পণ্য, নকশিকাঁথা, তাঁতপণ্য, ক্রিকেট ব্যাট, মৃৎশিল্প, লাইট ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন পণ্য স্থান পায়। ছবিতে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে নরেন্দ্রপুর ক্রিকেট ব্যাট ক্লাস্টার, যশোরের ব্যাট শোভা পাচ্ছে।
নরেন্দ্রপুর ক্রিকেট ব্যাট ক্লাস্টারটি যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের ৮-১০ টি গ্রামের উদ্যোক্তা নিয়ে গঠিত। ক্লাস্টারটিতে ব্যাট তৈরীর প্রায় ৬০টি কারখানা রয়েছে। যেখানে নারী পুরুষসহ প্রায় ৩৫০-৪০০ জন কর্মী ব্যাট তৈরির সাথে জড়িত। ক্লাস্টারটিতে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) এর সহযোগিতায় কাঠ সিজনিং ও ট্রিটমেন্ট পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। উক্ত প্রশিক্ষণের আলোকে উদ্যোক্তারা স্বল্প পরিসরে স্থানীয় সরঞ্জাম ব্যবহার করে নিজ উদ্যোগে কাঠ সিজনিং ও ট্রিটমেন্ট করা শুরু করেছেন। ইতোমধ্যে ক্লাস্টারটিতে কাঠ ট্রিটমেন্ট ও সিজনিং প্ল্যান্ট স্থাপনের জন্য Feasibility Study সম্পন্ন এবং জায়গা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ক্লাস্টারের পণ্যের প্রচার-প্রসারের লক্ষ্যে জাতীয় ও বিভাগীয় এসএমই পণ্য মেলায় অংশগ্রহনের সুযোগ প্রদান, সমজাতীয় ক্লাস্টারে এক্সপোজার ভিজিট আয়োজন, আধুনিক প্রযুক্তি প্রদর্শন এবং ক্রেডিট হোলসেলিং কার্যক্রমের আওতায় ঋণ প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, উক্ত মেলায় ফাউন্ডেশনের উদ্যোগে ১২টি শিল্প ক্লাস্টারের তুলনমূলকভাবে পিছিয়ে থাকা কিন্তু সম্ভাবনাময় উদ্যোক্তাদের জন্য স্টল বরাদ্দ দেয়া হয়। ক্লাস্টারের জন্য বরাদ্দকৃত এই স্টলগুলোতে ক্লাস্টার অ্যাসোসিয়েশনের আওতায় একাধিক উদ্যোক্তা পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ লাভ করে।
Leave a Reply