হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, রাশিয়ার সাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট। তবে সেই যুদ্ধে ন্যাটো সদস্য হয়েও হাঙ্গেরি অংশ নেবে না কারণ এর মাধ্যমে সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু হবে।
অরবান আজ (শুক্রবার) স্থানীয় কুসাথ রেডিও চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন। তিনি বলেন, ইউক্রেন সংঘাতে জড়িয়ে পড়ার কোনো ইচ্ছে তার দেশের নেই। সে কারণে তিনি ন্যাটো জোটে তার দেশের অবস্থান নতুন করে মূল্যায়ন করবেন।
তিনি বলেন, এরইমধ্যে তার দেশ মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের অনেক কিছুতেই অংশ নিচ্ছে না এবং বুদাপেস্ট এখন জোটে তার সদস্যপদ ধরে রাখার জন্য আইনি উপায় খুঁজছে। ন্যাটোর যেসব সিদ্ধান্তে ভিন্নমত পোষণ করা হবে সেসব অভিযানে যোগদান না করার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার অধিকার হাঙ্গেরির রয়েছে।
ভিক্টর অরবান বলেন, “হাঙ্গেরির অবস্থান অবশ্যই পূনর্মূল্যায়ন করা হবে এবং এজন্য দেশের আইনজীবী ও কর্মকর্তারা কাজ করছেন যাতে ন্যাটো জোটের ভেতরে থেকেও হাঙ্গেরি জোটভুক্ত দেশগুলোর সীমানার বাইরে কোনো সামরিক অভিযান অংশ নিতে বাধ্য না হয়। আমাদের একটি নতুন দৃষ্টিভঙ্গী চালু করা দরকার এবং আমাদের অবস্থানকে পুনর্মূল্যায়ন করা দরকার যা হবে ন্যাটো জোটের ভেতরে একটি শান্তিবাদী শক্তি।
Leave a Reply