অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে তাণ্ডব চালিয়েছে চরমপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলো। ১৪ মে, মঙ্গলবার ইসরায়েলের ৭৬তম স্বাধীনতা দিবসে ইহুদি বসতি স্থাপনকারীরা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলের পতাকাও উত্তোলন করেছে বলে জানিয়েছে জেরুজালেম ইসলামিক ওয়াকফ।মঙ্গলবার জেরুজালেম ইসলামিক ওয়াকফ এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, বসতি স্থাপনকারীরা ইসলামের তৃতীয় পবিত্র স্থান হিসেবে পরিচিত আল-আকসায় ইসরায়েলি পতাকা উত্তোলন করেছে। এছাড়া তারা সেখানে প্রার্থনা করেছে এবং উচ্চস্বরে গান গেয়েছে।
চরমপন্থী বসতি স্থাপনকারীদের এ ধরনের ঘৃণ্য কর্মকাণ্ডকে কঠোর ভাষায় নিন্দা করেছে জেরুজালেম ইসলামিক ওয়াকফ। এই সংস্থাটি জর্ডান নিয়ন্ত্রণ করে থাকে।
জেরুজালেম ওয়াকফের বিবৃতিতে বলা হয়েছে, মসজিদ এবং আশেপাশের এলাকায় ইসরায়েলি পুলিশের উপস্থিতির মধ্যে এই হামলা চালানো হয়েছিল। মূলত বিপুল সংখ্যক ইহুদি উপাসকদের মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করতে বাধা দেওয়ার লক্ষ্যে এই পুলিশ মোতায়েন করা হয়েছিল। মঙ্গলবার অন্তত ৫২৬ জন বসতি স্থাপনকারী আল-আকসায় হামলা চালায়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, গত কয়েকদিন ধরে ওয়াকফ সংস্থা আল-আকসা মসজিদ প্রাঙ্গণে চরমপন্থী গোষ্ঠীগুলোর ভিড় এবং ইসরায়েলি গণমাধ্যমে তাদের উস্কানির বিষয়গুলো পর্যবেক্ষণ করেছে। চরমপন্থীরা দখলদার রাষ্ট্রের স্বাধীনতা দিবসে মসজিদকে লক্ষ্যবস্তু করার আহ্বান জানিয়েছিল।
জেরুজালেম ওয়াকফ কাউন্সিল আরব ও ইসলামি বিশ্বকে মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদগুলোর একটির প্রতি তাদের দায়িত্ব গ্রহণ করার এবং মসজিদের পবিত্রতা লঙ্ঘন বন্ধ করার জন্য ইসরায়েলি সরকারকে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছে। উল্লেখ্য,আল-আকসায় শুধুমাত্র মুসলমানদের ইবাদত করার অনুমতি রয়েছে।
Leave a Reply