উত্তর গাজায় তীব্র লড়াই হচ্ছে বলে জনিয়েছে ইসরায়েলি মিডিয়া। ইসারায়েলের বিমান বাহিনীও হামলা করেছে।ইসরায়েলের সংবাদপত্র হারেটজ জানিয়েছে, গাজা ভূখণ্ডের উত্তর দিকে প্রবল লড়াই চলছে। রোববার রাতে ইসরায়েলের সেনা জাবাইলিয়াতে আক্রমণ করেছে।
ইসরায়েলের সেনার মুখপাত্র এর আগে জানিয়েছিলেন, ইসরায়েলের যুদ্ধবিমান জাবাইলিয়ার বিভিন্ন টার্গেটে বোমা ফেলছে। জাবাইলিয়া খুবই ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে শরণার্থী শিবিরও ছিল। সাধারণ মানুষকে এলাকা থেকে চলে যেতে বলা হয়েছিল।
টাইমস অফ ইসরায়েল রোববার জানিয়েছে, ইসরায়েলি ডিফেন্স ফোর্স(আইডিএফ) এক থেকে দেড় লাখ ফিলিস্তিনিকে জাবাইলিয়া এলাকা থেকে চলে যেতে বলেছে।
জাবাইলিয়াতে হামাসের সঙ্গে ইসরায়েলি সেনার তীব্র লড়াই হচ্ছে।
হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে অ্যামেরিকা, জার্মানি ও অন্য কয়েকটি দেশ।
জাতিসংঘের সংগঠন ইউএনআরডাব্লিউএ জানিয়েছে, জাবাইলিয়া ও রাফা থেকে বেসামরিক মানুষকে সরে যেতে বলায় তারা খুবই উদ্বিগ্ন।
ব্লিংকেনের বক্তব্য
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন এবিসি টেলিভিশনকে বলেছেন, ”১০ লাখ মানুষ সেখানে আশ্রয় নিয়েছেন। তাদের সুরক্ষায় কোনো বিশ্বাসযোগ্য পরিকল্পনা ইসরায়েলের নেই।”
Leave a Reply