ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে সুমাত্রা প্রদেশে আগ্নেয়গিরির শীতল লাভা এবং আকস্মিক বন্যায় এখন পর্যন্ত অন্তত ৩৭ জনের লাশ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। এছাড়াও নিখোঁজ রয়েছে অন্তত ১৭ জন। তাদের উদ্ধারে কাজ চলছে।
সোমবার (১৩ মে) প্রাদেশিক উদ্ধার বাহিনী সূত্রে রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়, শনিবার সন্ধ্যায় প্রবল বৃষ্টির কারণে প্রদেশের তিন জেলায় আকস্মিক বন্যা, ভূমিধস এবং শীতল লাভা প্রবাহের সৃষ্টি হয়।
প্রাদেশিক উদ্ধার বাহিনীর প্রধান আব্দুল মালিক বলেন, আগ্নেয়গিরির শীতল লাভা লাহার নামেও পরিচিত। আগ্নেয়গিরির প্রধান উপাদান যেমন ছাই, বালি এবং নুড়ি পাথর বৃষ্টির কারণে আগ্নেয়গিরির ঢালে নেমে আসে। তখন পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে।
তিনি বলেন, এখনও ১৭ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কাজ চলছে। নিখোঁজদের মধ্যে আগাম জেলায় তিনজন এবং তানাহ দাতারে ১৪ জন। বন্যার সবচেয়ে ক্ষতিগ্রস্থ এই দুই এলাকায় কয়েক লাখ মানুষের বসবাস বলেও জানান তিনি।
Leave a Reply