ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে উপকূলের ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তবে, সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে, বিকেলের মধ্যে ৭০ ভাগ এলাকায় বিদ্যুৎ ফিরবে বলে জানান তিনি।
মঙ্গলবার সচিবালয়ে ঘূর্ণিঝড়ের পর সারা দেশের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
বেশিরভাগ এলাকায় বিকেলের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে। আর সার্বিক অবস্থা আগামীকাল দুপুরের মধ্যে স্বাভাবিক হবে বলে জানান নসরুল হামিদ।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ে মুষলধারে বৃষ্টিসহ ঝোড়ো বাতাসের প্রভাবে বিভিন্ন জেলায় সড়কে ভেঙে পড়েছে গাছ। টানা বৃষ্টিতে বরিশাল নগরের সব সড়ক পানির নিচে চলে গেছে। মাঝারি ও ভারী বর্ষণে নগরের অধিকাংশ রাস্তাঘাটে হাঁটুপানি জমেছে। টানা প্রবল বর্ষণ, উঁচু জোয়ারের পাশাপাশি দিনভর ঝোড়ো বাতাসে স্থবির হয়ে পড়ে বরিশাল নগরের জীবনযাত্রা।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে উপকূলীয় এলাকার অনেক কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। বিভিন্ন স্থানে সড়কের ওপর ভেঙ্গে পড়েছে গাছপালা। কয়েকটি এলাকায় বেড়িবাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছে লোকালয়।
বাগেরহাট সদরে ভৈরব নদের বেড়িবাঁধ ভেঙে পানিবন্দি পাঁচ শতাধিক পরিবার। পিরোজপুরের মঠবাড়িয়া ও ইন্দুরকানী উপজেলায় ও কয়েকটি বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।
Leave a Reply