পণ্য আমদানির শর্ত শিথিল করতে বলেছে আইএমএফ— এটি নয়া দিগন্ত পত্রিকার প্রথম পাতার খবর। এতে বলা হয়েছে, ডলার সঙ্কটের কারণে বেশ কিছু পণ্য বিশেষ করে গাড়িসহ বিলাসজাত পণ্য আমদানিতে কড়াকড়ি করা হয়েছিল। এসব পণ্য আমদানিতে শতভাগ মার্জিন দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে। এর প্রভাবে পণ্য সামগ্রিক আমদানি অর্ধেকে নেমে এসেছে।
এমনি পরিস্থিতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বিদ্যমান এলসি মার্জিন শিথিল করতে পরামর্শ দিয়েছে। আইএমএফের কাছ থেকে ঋণ পাওয়ার শর্ত হিসেবে সফররত সংস্থাটির প্রতিনিধিদলের সদস্যদের বৈঠকে বাংলাদেশ ব্যাংককে এ পরামর্শ দেয়া হয়েছে।
বৈঠকের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সূত্র জানিয়েছে, “৪৭০ কোটি ডলার ঋণের তৃতীয় কিস্তি হিসেবে ৬৮ কোটি ডলার ছাড়ের জন্য আইএমএফ যেসব শর্ত দিয়েছিলো, ইতোমধ্যে তার বেশির ভাগই পূরণ করা হয়েছে। তবে, শর্ত অনুযায়ী বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ করা যায়নি।”
এর কারণ তুলে ধরা হয়েছে। যেমন, ঋণের তৃতীয় কিস্তি পাওয়ার জন্য মার্চ শেষে ১৯ দশমিক ২৬ বিলিয়ন ডলার ও জুন শেষে ২০ দশমিক ১০ বিলিয়ন ডলার নিট রিজার্ভ সংরক্ষণের শর্ত ছিল আইএমএফের। কিন্তু বর্তমানে বাংলাদেশের নিট রিজার্ভের পরিমাণ প্রায় ১৫ বিলিয়ন ডলার।বৈঠকে রিজার্ভ সংরক্ষণের শর্ত শিথিল করতে বলা হয়েছে। তারা শর্তানুযায়ী রিজার্ভ সংরক্ষণ করতে না পারার কেন্দ্রীয় ব্যাংকের যৌক্তিক কারণ ইতিবাচক হিসেবে নিয়েছে। আর এ কারণে তৃতীয় কিস্তি পাওয়ার বিষয়ে কোনো সংশয় নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা।পাবলিক বিশ্ববিদ্যালয়, তবু ‘ভূমিহীন, গৃহহীন’— এটি প্রথম আলো পত্রিকার প্রধান শিরোনাম, যেখানে বলা হয়েছে যে ২০১৩ সাল থেকে প্রতিষ্ঠিত ১৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস নেই। এমনকি, এসব বিশ্ববিদ্যালয়ের ১৪টির জন্য কোনও ভূমি অধিগ্রহণই হয়নি। এই বিশ্ববিদ্যালয়গুলো কলেজের শ্রেণিকক্ষে, বিদ্যালয়ের ভবনে ও ভাড়া করা জায়গায় চলছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তথ্য অনুযায়ী, নিজস্ব ক্যাম্পাসহীন এসব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে অধিকাংশ বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি, ডিজিটাল এবং কৃষিশিক্ষার মতো বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। সরকার ২০১৩ সালে এসব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইন করেছে।
এরপর শিক্ষক নিয়োগ নেওয়া হয়েছে, শিক্ষার্থী ভর্তি করা হয়েছে, কিন্তু সব ক’টির স্থায়ী ক্যাম্পাসের ব্যবস্থা হয়নি বর্তমানে তিনটির স্থায়ী ক্যাম্পাসের নির্মাণকাজ চলছে। এর বাইরে কোনোটির স্থায়ী ক্যাম্পাসের জন্য ভূমি অধিগ্রহণ করা হয়েছে। তবে ১৪টির জমিও নেই, ভবনও নেই।লড়াই আওয়ামী লীগেই তবু সংঘাতের শঙ্কা— সমকাল পত্রিকার প্রধান শিরোনাম এটি। উপজেলা নির্বাচন প্রসঙ্গে তৈরি করা এই প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ১৩৯ উপজেলায় ভোট।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট হবে। নির্বাচন কমিশন (ইসি) এ ধাপে ১৫২ টি উপজেলার তপশিল দিলেও পাঁচটির সব ক’টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয়ী হয়েছেন।
উচ্চ আদালতের আদেশসহ নানা কারণে স্থগিত হয়েছে আট উপজেলার ভোট। তবে বাকিগুলোতেও লড়াই হচ্ছে আওয়ামী লীগ নেতাদের মধ্যে। নির্দেশনা অমান্য করে প্রার্থী হওয়ায় অন্তত ৮০ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। এর পরও দলটির যেসব নেতা ভোটে আছেন, তারা শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি ক্ষমতাসীন প্রার্থীর বিরুদ্ধে।
Bangladesh to seek over 36b yuan in Chinese loans— এটি দ্য ডেইলি স্টার পত্রিকার প্রথম পাতার খবর। এতে বলা হয়েছে যে বাংলাদেশ তার ডলারের ওপর রিজার্ভের চাপ কমাতে চীনের কাছ থেকে পাঁচ বিলিয়ন ডলারের সমতূল্য ৩৬ বিলিয়ন ইউয়ানের বেশি পরিমাণ ঋণ চাইবে।
সরকারের বিভিন্ন উচ্চপদস্থ সূত্রের মতে, ব্যবসার কাঁচামাল আমদানিতে এবং বাজেট সহায়তার জন্য এই অর্থ ব্যবহার করবে বাংলাদেশ।
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ চীনে ৬৭৭ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে এবং ২২ দশমিক ৯০ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে।
অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয় ইতোমধ্যেই অনুমোদন দিয়েছে এবং কর্মকর্তারা এখন সুদের হার এবং অর্থ পরিশোধের সময়কাল নিয়ে আলোচনা করছেন। কীভাবে এবং কোথায় ওই অর্থ ব্যয় হবে, তা নিয়েও আলোচনা করছেন তারা।আসছে ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি— যুগান্তর পত্রিকার প্রথম পাতার প্রধান শিরোনাম এটি। এতে বলা হয়, আগামী অর্থবছরের বাজাটে দুই লাখ ৬৫ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) আসছে। এর মধ্যে সরকারি তহবিল থেকে এক লাখ ৬৫ হাজার কোটি এবং বৈদেশিক ঋণ থেকে এক লাখ কোটি টাকা ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করা হবে।
নতুন এডিপির আকার চলতি অর্থবছরের মূল এডিপির তুলনায় দুই হাজার কোটি টাকা বা শূন্য দশমিক ৭৬ শতাংশ বেশি। এছাড়া, সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) তুলনায় এটি ২০ হাজার কোটি টাকা বা আট দশমিক ১৬ শতাংশ বেশি। অর্থ বরাদ্দের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে পরিবহণ ও যোগাযোগ খাতে ৭০ হাজার ৬৮৭ কোটি ৭৬ লাখ টাকা
বিশ্বব্যাংক ঢাকা অফিসের সাবেক লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন মঙ্গলবার বলেন, “এত বড় এডিপি তো কখনোই সরকার বাস্তবায়ন করতে পারেনি। এবারও দেখা গেল স্বাভাবিকভাবেই এডিপি তৈরি করা হয়েছে। অর্থাৎ, মূল এডিপির তুলনায় কম বৃদ্ধি মনে হলেও সংশোধিত এডিপির তুলনায় অনেক বেড়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দরকার ছিল এডিপির প্রকল্প সংখ্যা যৌক্তিক বা পরিষ্কার করা।”উৎসবের আমেজে আছে— প্রতবেদনটি কালের কণ্ঠ পত্রিকার প্রথম পাতার। এতে বলা হয়েছে, বুধবার স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট। চার ধাপে অনুষ্ঠেয় এই নির্বাচনের প্রথম ধাপে আজ দেশের ১৩৯ উপজেলা পরিষদের ভোট হবে।
এই ভোট ঘিরে উৎসবের আমেজের পাশাপাশি এক-তৃতীয়াংশ উপজেলায় সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
উপজেলা পরিষদ নির্বাচন কেন্দ্র কেরে গত এক সপ্তাহে অন্তত ১৫টি উপজেলায় সংঘর্ষ হয়েছে। ভোটের দিন এসব উপজেলাসহ আরও ২৫ থেকে ৩০টি উপজেলায় সংঘর্ষের শঙ্কা রয়েছে। সব মিলিয়ে প্রায় অর্ধশত উপজেলায় সংঘর্ষের শঙ্কা রয়েছে।কর্মী বাড়ছে, ব্যয় বাড়ছে— এই প্রতিবেদনটি আজকের পত্রিকার প্রধান শিরোনাম। এতে বলা হয়েছে, কর্মী ভিসায় গত তিন বছরে বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি দিয়েছেন প্রায় ৩৩ লাখ বাংলাদেশি।
এ সময়ে শুধু সৌদি আরবেই গেছেন প্রায় ১৭ লাখ, যা মোট কর্মী রপ্তানির অর্ধেকের বেশি। মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ এই দেশে বাংলাদেশ সর্বাধিক কর্মী পাঠালেও সেখান থেকে রেমিট্যান্স প্রবাহ না বেড়ে উল্টো ধারাবাহিকভাবে কমছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত কয়েক বছরে সৌদি আরবে কর্মীদের বড় একটি অংশই গেছে ফ্রি ভিসায়। যারা ফ্রি ভিসায় যাচ্ছেন, তাদের কাজের কোনও চুক্তি নেই, কাজ পাওয়ার নিশ্চয়তাও নেই। কাজ তাদের জোগাড় করে নিতে হবে। “বেশি বেশি মানুষ যাওয়ায় আগের মতো এখন কাজ নেই। ওখানে যারা যান, তারা সপ্তাহে এক-দুই দিন কাজ করতে পারেন। বাকি দিন তাদের বসে থাকতে হয়।”পিতার মৃত্যুর তিন বছরেই সব হারাচ্ছেন রন-রিক— বণিক বার্তা’র এই সংবাদটিতে বলস হয়ছে এক্সে দেশের প্রথম প্রজন্মের বড় উদ্যোক্তা ও সম্পদশালীদের একজন জয়নুল হক সিকদারের দুই পুত্র রন হক সিকদার ও রিক হক সিকদার ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে ছিটকে পড়েন।
তবে পর্ষদ থেকে বাদ পড়লেও ব্যাংকের শেয়ারের মালিকানায় ছিলেন তারা। কিন্তু গত দুই দিনে সে মালিকানাও হাতছাড়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত দুই দিনে ন্যাশনাল ব্যাংকের ১৮ কোটি ৭০ লাখ ২০ হাজার ৪০০টি শেয়ার লেনদেন হয়েছে।
সংশ্লিষ্ট একাধিক সূত্রের তথ্যমতে, এ দুই দিনে সিকদার পরিবারের সদস্যরা তাদের মালিকানাধীন শেয়ার বিক্রি করে দিয়েছেন। এর মধ্যে রন-রিকের শেয়ারের পাশাপাশি তাদের মায়ের শেয়ারও রয়েছে। এসব শেয়ার কিনে নিয়েছে দেশের প্রভাবশালী একটি শিল্প গ্রুপ। আগামী কয়েক দিনে সিকদার পরিবারের আরয় কয়েক কোটি শেয়ার হস্তান্তর হবে। শুধু ন্যাশনাল ব্যাংকের শেয়ার নয়, রন-রিকের মালিকানায় থাকা বিভিন্ন কোম্পানির সম্পদও হাতছাড়া হতে চলেছে বলে জানা গেছে।
এককালে সর্বেসর্বা এখন ‘সর্বহারা’ — দেশ রূপান্তর পত্রিকার এই খবরে বলা হয়েছে যে একসময় স্থানীয় রাজনীতিতে ও প্রশাসনে উপজেলা পরিষদের চেয়ারম্যানরাই ছিলেন সবকিছু।
তাদের দাপট ছিল সর্বত্র। তারাই প্রশাসন চালাতেন, তাদের মাধ্যমেই উন্নয়নের বরাদ্দ হতো। তারা ছিলেন কার্যকর জনপ্রতিনিধি। কিন্তু সেই সর্বময় ক্ষমতার অধিকারী উপজেলা চেয়ারম্যানরা সময়ের সাথে সাথে যেন সর্বহারায় পরিণত হয়েছেন। তাদের হাতে আজ উন্নয়ন বরাদ্দ নেই, প্রশাসনও তাদের কথা শোনে না। শুধু নির্বাচন এলেই তাদের ঘিরে সাধারণ মানুষের মধ্যে কিছুটা উত্তেজনা দেখা দেয়।
এমন প্রেক্ষাপটের মধ্যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আজ বুধবার ১৩৯টি উপজেলায় ভোটগ্রহণ হবে। উপজেলা পরিষদের প্রথম নির্বাচন হয়েছিল ১৯৮৫ সালে। ওই নির্বাচন মানুষকে খুব আলোড়িত করেছিল। যদিও উপজেলা পদ্ধতিটা চালু হয়েছিল ১৯৮২ সালে।
তথ্য সুত্র : বিভিন্ন দৈনিক পত্রিকা।
Leave a Reply