২ দিন ধরে বিরামহীনভাবে চিরিরবন্দরে বিভিন্ন সামাজিক কর্মসূচিতে যোগদান করেন সমাজসেবা ও জনসেবায় রাষ্ট্রীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদক প্রাপ্ত, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট চিকিৎসক, শিক্ষা বিপ্লব ও আধুনিক চিরিরবন্দরের রূপকার, এবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ এম আমজাদ হোসেন স্যার। আমাদের প্রজন্মের স্বার্থে প্রাকৃতিক সকল প্রতিকূলতা মোকাবেলা ও বৈশ্বিক উষ্ণতা রোধে দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছ রোপণের উদাত্ত আহ্বান জানান। এসময় প্রত্যেকটি কর্মসূচিতে পাশে ছিলেন একাডেমিক কাউন্সিলের চেয়ারপার্সন, বিশিষ্ট চিকিৎসক ডাঃ শামীমা আমজাদ ম্যাডাম। গৃহীত কর্মসূচির ১ম দিনে তিনি –
#। ১ম সেশনে: বৈশ্বিক উষ্ণতা রোধ ও গ্ৰীণ ক্যাম্পাস বিনির্মাণে শিক্ষার্থীদের দ্বারা মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন,
# ২য় সেশনে: Interaction with the all students: ABRMSC, DAPI & CDC,
# ৩য় সেশন : Interaction with the all teachers,
# ৪র্থ সেশন: কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষক সম্মাননা প্রদান।
# ৫ম সেশন: শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে ডিনারে যোগদান। উল্লিখিত সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ ফজলে এলাহী, অফিসার ইনচার্জ আবু হাসনাত, ডিন অব একাডেমিক ও অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল কাজী শাহাবুদ্দিন আহমেদ এইসি (অব.), এবি ফাউন্ডেশনের চীফ কো-অর্ডিনেটর জনাব জয়ন্ত কুমার রায়, ডাক্তার আমজাদ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ মোসলেম উদ্দিন, উপাধ্যক্ষ বিনয় কুমার দাসসহ ঢাকা থেকে আগত অতিথিবৃন্দ। এছাড়াও ২য় দিনের কর্মসূচিতে তিনি –
১ম সেশনে: কলেজ শাখার সাইন্স ল্যাবের শুভ উদ্বোধন,
২য় সেশন: কলেজ শাখার স্বতন্ত্র লাইব্রেরী,
৩য় সেশন: কলেজ শাখার শিক্ষকদের সাথে মতবিনিময়,
৪র্থ সেশন: তিনদিনব্যাপী শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুভ উদ্বোধন,
৫ম সেশন: এবি সমন্বিত কৃষি খামার পরিদর্শন, প্রস্তাবিত বিজয় একাত্তর গণ-পাঠাগারের ভেন্যু পরিদর্শন,
৬ষ্ঠ সেশন: এবি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ক্ষণজন্মা বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম আব্দুল বাকী মন্ডল ও বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম মন্ডল এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠানে অংশগ্ৰহণ,
৭ম সেশন: সন্ধ্যায় বাংলা বিভাগ কর্তৃক আয়োজিত শিক্ষার্থীদের দ্বারা পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের যোগদান।
এত সিডিউলের মধ্যেও প্রত্যেকটি কর্মসূচিতে তাঁর প্রানবন্ত অংশগ্রহণ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণা যোগায় এবং অনুসরণীয় হয়ে থাকবে এই প্রজন্মের কাছে।
Leave a Reply