যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির নেতা হওয়ার দৌড় থেকে সরে দাঁড়ালেন সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। ফলে ঋষি সুনাকই ব্রিটেনের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বলে মত বিশ্লেষকদের। ১৪৬ এমপির সমর্থন পেয়ে আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক। স্থানীয় সময় শুক্রবার অনুষ্ঠিত হবে ভোট। এদিকে, পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন জানিয়ে সুনাককে উইন্সটন চার্চিলের সাথে তুলনা করেছেন দেশটির অর্থমন্ত্রী জেরেমি হান্ট।
লিজ ট্রাসের পদত্যাগের পর যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌঁড়ে আলোচনায় ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন, সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক ও হাউজ অব কমন্সের নেতা পেনি মরডন্ট। যদিও প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন বরিস।
গণমাধ্যমের কাছে বরিস দাবি করেন, তার পক্ষে ১০২ এমপির সমর্থন রয়েছে। কিন্তু ঋষি সুনাকের তুলনায় অনেক কম এমপির সমর্থন পাওয়ায় প্রধানমন্ত্রীর দৌড়ে থাকছেন না বলে জানান তিনি। বরিসের এমন সিদ্ধান্তের প্রশংসা করেছেন ঋষি সুনাক।
এদিকে, রোববার আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চান বলে জানিয়েছেন তিনি।
নর্দান আয়ারল্যান্ডের মন্ত্রী স্টিভ বেকার বলেন, ‘আমাদের এখন দরকার স্থিতিশীলতা। আমাদের পেশাদারিত্ব দরকার। দেশকে বড় একটি সংকট থেকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং এটি করার জন্য সুনাকই সঠিক ব্যক্তি।’
বিবিসি বলছে, পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সুনাককে চান বলে জানিয়েছেন ১৪৬ টোরি এমপি। আর প্রধানমন্ত্রী পদের জন্য সবার আগে প্রার্থিতা ঘোষণা করা পেনি মরডান্ট পেয়েছেন ২৪ জনের সমর্থন।
অন্তর্বর্তী সরকার হিসেবে যেই আসুক না কেন তার পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয় উল্লেখ করে সাধারণ নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন লেবার পার্টি নেতা স্যার স্টারমারের।
কনজারভেটিভ পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ২৮ অক্টোবরের মধ্যে নতুন নেতা নির্বাচিত করা হবে। পার্টির এই নেতাই মূলত প্রধানমন্ত্রী হবেন।
Leave a Reply