এবার জানা গেলো ফিলিস্তিনে ঈদুল ফিতর উদযাপনের তারিখ। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত এ দেশটিতে ঈদ উদযাপিত হবে আগামী বুধবার (১০ এপ্রিল)।আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের তথ্য মতে, ফিলিস্তিনে মঙ্গলবার (৯ এপ্রিল) হবে পবিত্র রমজান মাসের শেষ দিন। সেই হিসেবে বুধবার (১০ এপ্রিল) উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।
আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের তথ্য মতে, এদিন ইয়েমেন, ইরাক, লেবানন, সিরিয়া, কুয়েত, কাতার ও বাহরাইনেও ঈদুল ফিতর উদযাপিত হবে।
এবারের ঈদুল ফিতর এমন সময় উদযাপিত হতে যাচ্ছে, যখন ফিলিস্তিনের গাজায় উপত্যকায় সামরিক আগ্রাসন ও নজিরবিহীন হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরাইল।
ছয় মাসের নিরবচ্ছিন্ন হামলায় পুরো গাজা উপত্যকা এরই মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ৩৩ হাজারের বেশি নিরস্ত্র ও নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন আরও প্রায় ৮০ হাজার।
২৩ লাখ অধিবাসীর ১৯ লাখই এখন খোলা আকাশের নিচে দিনাতিপাত করছে। ক্ষুধা ও দুর্ভিক্ষ জেঁকে বসেছে সেখানে। ধ্বংস ও শোকের মধ্যে ঈদুল ফিতরকে স্বাগত জানাতে চলেছে গাজাবাসী।
একটানা ১৮৫ দিন ধরে ইসরাইলি বোমায়, গোলায় রক্তে রঞ্জিত ফুটফুটে ছেলেটিকে, আদরের মেয়েটিকে; কেবল বাবা-মা বুলি ফোটা সন্তানকে, হাজার হাজার মা-বাবাকে কবরে শুইয়ে দেয়ার মতো কতশত মর্মন্তুদ ঘটনার প্রবাহে এবার ঈদ আসছে ফিলিস্তিনিদের জন্য।
গত বছরও গাজায় ঈদ হয়েছিল আতশবাজি, রঙিন জামা আর ঐতিহ্যবাহী খাবারে। এবার সেখানে শুধুই হাহাকার, কবর আর গণকবরে শোকগাথা, বাবা-মা হারানো হাজারো এতিমের বুকফাটা চিৎকার। এবারের ঈদের দিনটিও যে তাদের একইরকম কাটাতে হবে তা সহজেই অনুমেয়।
Leave a Reply