রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমাদের পারমাণবিক যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পশ্চিমারা যদি ইউক্রেনে সংঘাত বাড়াতে কাজ করে তাহলে পরমাণু যুদ্ধের প্রকৃত ঝুঁকি রয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, জাতির উদ্দেশ্যে দেওয়া একটি ভাষণে রুশ প্রেসিডেন্ট বলেন, রুশ সৈন্যরা ইউক্রেনের আরও ভিতরে অগ্রসর হচ্ছে। তিনি বলেন, যদি কোন দেশ কিয়েভে সৈন্য পাঠানোর সাহস করে তাহলে তাদের পরিণতি হবে দুঃখজনক।
ভ্লাদিমির পুতিন বলেন, পশ্চিমাদের শেষ পর্যন্ত বুঝতে হবে যে আমাদের কাছে এমন অস্ত্রও আছে যা তাদের ভূখণ্ডে আঘাত করতে পারে। ইউক্রেনে পশ্চিমাদের যে কোন হস্তক্ষেপ, রাশিয়ার পারমাণবিক অস্ত্রের ব্যবহার এবং তাদের সভ্যতার ধ্বংসের প্রকৃত হুমকি তৈরি করবে।
তিনি বলেন, ফিনল্যান্ড এবং সুইডেন ন্যাটো জোটে যোগদানের সিদ্ধান্ত নেওয়ায় রাশিয়াকে অবশ্যই ইউরোপীয় ইউনিয়নের সাথে তার পশ্চিম সীমান্তে সৈন্যদের সংখ্যা বাড়াতে হবে। তিনি বলেন, আমরা একটি বড় পরিবার। আমরা একসাথে আছি এবং আমরা যা পরিকল্পনা করছি তাই করব। আমি আমাদের বিজয় এবং এবং রাশিয়ার ভবিষ্যতে বিশ্বাস করি।
উল্লেখ্য, আগামী ১৫ থেকে ১৭ মার্চ রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবার আগে এটাই জাতির উদ্দেশে দেয়া তার শেষ ভাষণ। এ নির্বাচনে পুতিনের কোন প্রকৃত বিরোধী নেই। ফলে নির্বাচনের ফল কী হবে, তা অনেকটাই নিশ্চিত। নির্বাচনের আগে চলতি বছরের শুরু থেকে গণমাধ্যমে পুতিনের উপস্থিতিও বেড়েছে।
Leave a Reply