1. admin@kishorganjeralo.com : kishorganjeralo.com :
  2. admin@shadinota.net : shadinota net : shadinota net
ব্রেকিং নিউজ :

তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার – জুলকারনাইন

  • আপডেট সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৮ বার পঠিত

ডিজিটাল যুগে বাংলা শুধু নামে টিকে থাকবে নাকি ভাষাটির সমৃদ্ধ ভবিষ্যৎ আছে—এটা নিয়ে আমাদের ভাবতে হবে। ভাষা গবেষকদের মতে, ২০৫০ সাল নাগাদ বাংলাভাষীর সংখ্যা দাঁড়াবে ৩১ কোটি ৬০ লাখ। এ সাফল্যের অন্যতম কারণ হতে পারে বাংলা ভাষাকে প্রযুক্তিবান্ধব ও ইন্টারনেটে সংযুক্ত করা। বাংলা ভাষার প্রতি শুধু আবেগীয় ভালোবাসা দিয়ে ভাষাকে বাঁচিয়ে রাখা যাবে না। একটি ভাষার বেঁচে থাকা নির্ভর করে এর বাস্তব উপযোগিতার ওপর। ইউনেস্কোর ভাষ্যমতে, একটি ভাষা তখনই হারায়, যখন এ ভাষায় কথা বলা মানুষ অন্য ভাষা গ্রহণ করে বা নিজেদের ভাষা পরিত্যাগ করে। বাইরের নানা শক্তির চাপ, যেমন সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক বা শিক্ষার আধিপত্যবাদের কারণেও ভাষা কোণঠাসা হয়ে পড়ে। আবার কখনো কখনো নিজেদের ভাষার প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গিও একটি ভাষার মৃত্যুর কারণ হতে পারে। আবার ওই ভাষায় কথা বলা লোকদের মৃত্যুর মধ্য দিয়েও ভাষাটি হারিয়ে যেতে পারে। বর্তমান ডিজিটাল যুগে বিশাল প্রতিশ্রুতি এবং চ্যালেঞ্জ উভয়ই আমাদের সামনে রয়েছে। আজকের দিনে শুধু সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিতে ভাষা ও সংস্কৃতি বিকশিত হয় না, এখানে প্রযুক্তিগত উদ্ভাবন ও সমন্বয় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বর্তমান প্রেক্ষাপটে বিশ্বের সার্বিক ও গুণগত মান উন্নয়নে তথ্যপ্রযুক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। দেশের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি লাভে তথ্যপ্রযুক্তির ব্যবহার তখনই কার্যকর হবে যখন বাংলাকে সব প্রযুক্তির সঙ্গে অন্তর্ভুক্ত করা সম্ভব হবে। তবে দুঃখের বিষয়, ডিজিটাল তথ্যপ্রযুক্তির যুগে বাংলা ভাষার সমন্বিত প্রয়োগ খুবই সীমিত। দেশে তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে এক দশকে যেসব কাজ হয়েছে সেসব হচ্ছে ই-গভর্ন্যান্স, শিক্ষা ক্ষেত্রে বাংলায় ডিজিটালাইজেশন, ব্যবসা-বাণিজ্যে বাংলায় ডিজিটাল রূপান্তর, মোবাইল সেবা ও মোবাইল ব্যাংকিং ইত্যাদি। তথ্যপ্রযুক্তিতে বাংলার ব্যবহার তুলনামূলক হারে বেড়েছে। তবে এটা বাংলাকে সর্বত্র ছড়িয়ে দেয়ার জন্য যথেষ্ট নয়। ইউনেস্কোর তথ্যমতে, পৃথিবীতে প্রতি ১৪ দিনে একটি ভাষা হারিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ২০১৮ সালের এক গবেষণা অনুসারে বাংলাদেশেও ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ব্যবহৃত ৪১টি ভাষার মধ্যে ১৪টি প্রায় মুমূর্ষু। এগুলোর মধ্যে কোনো কোনো ভাষায় কথা বলা লোকের সংখ্যা ১০-১২ জনে এসে ঠেকেছে। এটি প্রায়ই দেখা যায় যে শক্তিশালী ভাষার পেছনে শক্তিশালী জনগোষ্ঠীর উপস্থিতি বিদ্যমান। ইংরেজির দিকে তাকালেই স্পষ্ট হয়, ব্রিটিশ সাম্রাজ্যের দুর্দমনীয় বিস্তৃতির কারণেই বিশ্বে ইংরেজি আজ অন্যতম প্রচলিত ভাষা। আন্তর্জাতিক পরিমণ্ডলে, বিশ্বায়ন ও প্রযুক্তিগত পরিবর্তনের ফলে বাংলা ভাষাও আজ ব্যাপক চাপের মধ্যে রয়েছে। প্রতিদিন নতুন সব প্রযুক্তির জন্ম হচ্ছে। বেশির ভাগ ক্ষেত্রেই এসবে ব্যবহৃত হচ্ছে ইংরেজি ভাষা এবং প্রযুক্তির সূতিকাগার হিসেবে পাশ্চাত্যের দেশগুলোর শক্ত উপস্থিতির কারণে ইংরেজি হয়েছে প্রযুক্তিপণ্যের ভাষা। বিভিন্ন সফটওয়্যার, ওয়েবসাইট, অ্যাপের ভাষা ইংরেজি হওয়ায় বাংলায় কথা বলা লোকেরা তথ্য, পণ্য ও সেবা গ্রহণ নিয়ে বেশ সমস্যায় পড়ে থাকে। আবার আমাদের মধ্যে ইংরেজি ব্যবহারের প্রবণতাও বাড়ছে। এখন তথ্যের অবাধ প্রবাহের যুগে প্রতিদিনই ইন্টারনেটে তথ্য খোঁজার সংখ্যা বাড়ছে। তবে ডিজিটাল জগতে সার্চ করে বাংলায় পাওয়া তথ্যের পরিমাণ খুব সীমিত। যে কারণে বাংলাভাষীদেরও ইংরেজিতে তথ্য খুঁজতে হয়। একইভাবে বাংলায় কনটেন্টের পরিমাণ তুলনামূলকভাবে অনেক কম। এছাড়া যেসব বিষয়ে কনটেন্ট রচিত হয়েছে সেগুলো এখনো হার্ডকপির মধ্যেই থেকে যায়, ডিজিটাল রূপান্তর যথাযথভাবে হয় না। বাংলায় কিছু ডিজিটাল কনটেন্ট পাওয়া গেলেও তা যথেষ্ট আকারে নেই। বাংলায় কনটেন্ট যেখানে অপ্রতুল, ইংরেজিতে সেখানে কনটেন্টের অভাব নেই। আবার ইংরেজিতে প্রাপ্ত কনটেন্টগুলোকে বাংলা ভাষায় অনুবাদের সংখ্যাটাও পরিমাণে স্বল্প। আরো একটি সমস্যা হলো, বাংলা ভাষার ব্যবহার ও উন্নয়নের জন্য উন্নতমানের সফটওয়্যার বা অ্যাপ এখনো খুব একটা তৈরি হয়নি। যে কয়েকটি রয়েছে বিভিন্ন প্রোগ্রামে, যেমন মাইক্রোসফট অফিসে বাংলার বানান, ব্যাকরণ, শব্দভাণ্ডারের উপস্থিতি নেই। সঙ্গে ফন্ট ও ভাষার মানজনিত সমস্যাও রয়েছে। ফন্টজনিত সমস্যার কারণে ইন্টারনেটে সবসময় বাংলা ভাষায় লিখিত তথ্য খুঁজে বের করা সম্ভব হয় না।
এখনো নানা সমস্যা রয়ে গেলেও বাংলাদেশ এসব সমস্যা থেকে বের হওয়ার চেষ্টা করছে। ‘ডিজিটাল বাংলাদেশ’ থেকে বাংলাদেশ নতুন মাইলফলক ঠিক করেছে। সেটা হলো ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে বাংলা ভাষা ও সংস্কৃতিকে প্রযুক্তি খাতে প্রাধান্য দিয়ে নানা উদ্যোগ নিচ্ছে বর্তমান সরকার। বেসিসের তথ্যমতে, শুধু অ্যাপ নিয়ে কাজ করছে শখানেক আইটি প্রতিষ্ঠান। সেসব কাজের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি অ্যাপ হচ্ছে ‘একুশ আমার’, ‘ই-তথ্য কোষ’, ‘বাংলা ব্লগস’, ‘বাংলা এসএমএস’, ‘বাংলা অভিধান’, ‘বাংলাদেশের সংবিধান’, বর্ণ শিক্ষার ‘হাতেখড়ি’, ‘জি-শ্লেট বাংলা’ ইত্যাদি বাংলা অ্যাপ। এছাড়া বাংলা বানান ও ব্যাকরণ সঠিকভাবে লেখার জন্য রয়েছে অ্যাপ ‘সঠিক’। জনসাধারণের মনোভাব বিশ্লেষণের জন্য ‘জনমত’, বাংলা ওসিআর ‘বর্ণ’ বাংলা মেশিন ট্রান্সলেটর উন্নয়ন, স্ক্রিন রিডার সফটওয়্যারসহ বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হয়েছে। তবে এসব কাজে উন্নয়নের গতি অত্যন্ত ধীর। এখানে আমাদের সরকারের পাশাপাশি বেসরকারি খাত ও স্বেচ্ছাসেবীদের এগিয়ে আসতে হবে। সবার প্রচেষ্টায় প্রযুক্তিবিশ্বে বাংলা ভাষার উপস্থিতি উল্লেখযোগ্য পরিমাণে বাড়বে। বাংলা ভাষা দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হবে। প্রযুক্তিতে বাংলার ব্যবহার বাড়ানোর জন্য উদ্যোক্তা ও ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। সরকারকে প্রযুক্তিতে বাংলার ব্যবহারে প্রণোদনা নীতিমালা তৈরি করতে হবে। তাহলেই গড়ে তোলা সম্ভব হবে অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল অর্থনীতি।

তথ্যপ্রযুক্তিতে বাংলার ব্যবহার বাড়াতে ১৫৯ কোটি টাকার প্রকল্প

২০১৭ সালের ৩ জানুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় অনুমোদন পায় ‘গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য-প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ’ নামের এক প্রকল্প; যেটির বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। প্রকল্পটির ব্যয় ধরা হয় ১৫৯ কোটি দুই লাখ টাকা। ওয়েবে বাংলার ব্যবহার বাড়াতে এবং বাংলাকে আধিপত্যশীল ভাষা হিসেবে স্থান করে দিতে ১৬টি টুলস উন্নয়নের কাজ করছে সরকার। সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এই টুলসগুলো উন্নয়নে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। ‘গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ’ নামের প্রকল্পটি বাস্তবায়ন করা হলে ব্যবহার করা যাবে এসব টুলস।

এ প্রকল্পের আওতায় মোট ১৬টি টুলস উন্নয়ন করা হবে। এগুলো হচ্ছে— বাংলা করপাস বা ভাষাংশ, বহুভাষা করপাস, বাংলা ওসিআর, বাংলা স্পিচ টু টেক্সট এবং টেক্সট টু স্পিচ, জাতীয় কিবোর্ডের আধুনিকায়ন, বাংলা স্টাইল গাইড উন্নয়ন, বাংলা বানান ও ব্যাকরণ সংশোধন, বাংলা থেকে আইপিএ কনভার্টার (আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা), বাংলা মেশিন ট্রান্সলেটর ডেভেলপমেন্ট, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য স্ক্রিন রিডার সফটওয়্যার, বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের জন্য ইশারা ভাষা, বাংলাদেশের ক্ষুদ্র-নৃগোষ্ঠী ভাষার কিবোর্ড ও শব্দ ভাণ্ডার, সেন্টিমেন্ট অ্যানালাইসিস টুলস উন্নয়ন, বাংলা ফন্ট কনভার্টার, বাংলা ইউনিকোড, ভাষা প্রযুক্তির সমন্বিত প্লাটফর্ম।

এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক পরিসরে নেতৃস্থানীয় ভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠা করা। বিশেষ করে কম্পিউটিং ও আইটিসিতে বাংলা ভাষাকে খাপ খাইয়ে নেওয়া। এ জন্য তথ্যপ্রযুক্তিকে বাংলা ভাষাসমৃদ্ধকরণ করে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে ব্যবহারযোগ্য সফটওয়্যার, টুলসের উন্নয়ন করা, যাতে করে বাংলা ভাষায় কম্পিউটার ও ওয়েব ব্যবহারে কোনো অসুবিধা না হয়। প্রকল্পটির মাধ্যমে মোট ১৬টি টুলস বা সফটওয়্যার উন্নয়নের সিদ্ধান্ত নেওয়া।

তথ্যপ্রযুক্তিতে বাংলার ব্যবহার : যে ১৬ টুলস উন্নয়ন করা হচ্ছে

১. বাংলা করপাস বা ভাষাংশ : বিশ্বের অন্যতম একটি ভাষা হলেও বাংলা এখনো তথ্যপ্রযুক্তির বিবেচনায় সমৃদ্ধশালী ভাষা হয়ে ওঠেনি। আর এ জন্য দরকার ভাষাংশ বা করপাস তৈরি করা। যেটি হবে প্রতিনিধিত্বমূলক ও ব্যালেন্সড। এটি তৈরিতে নানান প্রক্রিয়া জড়িত। সেগুলো করার কাজ চলছে।

২. বাংলা ওসিআর : কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে মুদ্রিত বা হাতে লেখা বর্ণমালা শনাক্ত করা যায়। এই পদ্ধতিতে পিডিএফ থাকা বর্ণগুলোকে কম্পিউটারের মাধ্যমে দ্রুত শনাক্ত করা ও সেগুলোকে টেক্সটে রূপান্তর করার কাজও করা হবে।

৩. বাংলা স্পিচ টু টেক্সট এবং টেক্সট টু স্পিচ : এই কম্পোনেন্টের মাধ্যমে বাংলা কথাকে লেখায় এবং লেখাকে কথায় রূপান্তরের কাজ করা যাবে। রেকর্ড বা কারও কথাকে তাৎক্ষণিক লেখায় রূপান্তর করা যাবে। আবার কোন লেখাকে ডিজিটাল স্পিসে রূপান্তর করা যাবে। ফলে অনেক কাজ সময় কমে আসবে কোন কিছু লিখতে গিয়ে।

৪. জাতীয় কিবোর্ডের আধুনিকায়ন : কম্পিউটারে কম্পোজ আরও সহজ করতে জাতীয় কিবোর্ডকে আরও সহজ করা হবে এই প্রকল্পের মাধ্যমে। এর ফলে বিভিন্ন অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ, ম্যাক, অ্যান্ড্রয়েড, আইওএসে একই ধরনের কিবোর্ড ব্যবহার করা হবে।

৫. বাংলা স্টাইল গাইড : প্রযুক্তির সঙ্গে ভাষার সম্মিলনের প্রথম শর্ত হলো ভাষার রীতি এবং ভাষা ব্যবহারের মান ও নীতি ঠিক করা। ভাষার এই মান ও নীতির সংগ্রহ হলো স্টাইল গাইড। এটিও তৈরি করার কাজ করা হবে। যেখানে বর্ণ, প্রমিত বাংলা সর্টিং অর্ডার প্রমিতকরণ, সাইন ল্যাঙ্গুয়েজ প্রমিতকরণ, বিরাম চিহ্ন প্রয়োগ নীতিমালা ঠিক করা হবে।

৬. বাংলা বানান ও ব্যাকরণ সংশোধন : এতে যে সফটওয়্যার তৈরি হবে তার মাধ্যমে বাংলা ভাষার শব্দ, বানান, বাক্য স্বয়ংক্রিয়ভাবে সম্পাদনা করা যাবে। এটি যে শুধু ভুল বানান ধরবে তা নয়, বরং তা স্বয়ংক্রিয়ভাবে সংশোধন করার পরামর্শ দেবে। এটি দিয়ে মোবাইল, কম্পিউটার ও অন্যান্য মাধ্যমে বাংলা বানান সংশোধন করা সম্ভব হবে।

৭. বহুভাষা করপাস : মেশিন ট্রান্সলেশনের জন্য বাংলার সঙ্গে বিভিন্ন ভাষার সমান্তরাল অনূদিত করপাস প্রয়োজন রয়েছে। এই কম্পোনেন্টের মাধ্যমে বাংলার সঙ্গে দশটি ভাষার সমান্তরাল করপাস উন্নয়ন করা হবে।

৮. বাংলা থেকে আইপিএ কনভার্টার : বাংলা ইউনিকোড টেক্সটকে স্বয়ংক্রিয়ভাবে আইপিএতে প্রকাশ করবে এই কম্পোনেন্ট। সাধারণত এই কনভার্টার সূক্ষ্ম লিপান্তর রীতি অনুসরণ করে তৈরি হবে। আইপিএ আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা মানুষের দ্বারা উচ্চারিত প্রায় সব ধ্বনি লিখিত রূপকে প্রকাশ করা যায়। সাধারণত অভিধান রচয়িতা, বিদেশি ভাষার শিক্ষার্থী-শিক্ষক, ভাষাবিদ, গায়ক, অনুবাদক এই বর্ণমালা ব্যবহার করে থাকে। এটি তৈরি হলে বাংলা ভাষার উচ্চারিত রূপকে আন্তর্জাতিক মান অনুসারে লেখা যাবে।

৯. বাংলা মেশিন ট্রান্সলেটর ডেভেলপমেন্ট : যান্ত্রিক অনুবাদের মাধ্যমে বাংলা ভাষাকে বিভিন্ন ভাষায় স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ করা। এর অনুবাদকের মাধ্যমে তথ্যমূলক বাংলা, দৈনন্দিন বাংলা, প্রাতিষ্ঠানিক রচনা, সংবাদ বিজ্ঞপ্তি, আবহাওয়া সংবাদসহ আরও অনেককিছু দ্রুত নির্ভুলভাবে অনুবাদ করা সম্ভব হবে।

১০. দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য স্ক্রিন রিডার সফটওয়্যার : এর উন্নয়নের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী বা স্বল্প দৃষ্টিসম্পন্ন ব্যক্তিরা কম্পিউটার বা মোবাইল ফোন ব্যবহার করতে পারবে। স্ক্রিনে ভেসে ওঠা প্যারাগ্রাফ পড়ে শোনাবে এই সফটওয়্যার।

১১. বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের জন্য ইশারা ভাষা : এটি মূলত সাইট টু স্পিচ সফটওয়্যার। এর মাধ্যমে কোন কম্পিউটার বা মোবাইলের ক্যামেরার সামনে হাত-পা নাড়িয়ে বা সাইন ল্যাংগুয়েজ বললে সেটি স্পিচ হিসেবে অনুবাদ হয়ে বলে দেবে। এটি এমনকি ইউনিকোড টেক্সটে রূপান্তর হবে।

১২. সেন্টিমেন্ট অ্যানালাইসিস টুলস উন্নয়ন : এর মাধ্যমে কোন ডকুমেন্ট বা প্যারাগ্রাফের টেক্সট বিশ্লেষণ করে বলে দিতে পারবে সেটি ইতিবাচক, নেতিবাচক নাকি নিরপেক্ষ। এর মাধ্যমে ওয়েবসাইটের মন্তব্য বিশ্লেষণ করা যাবে। যা যেকোনো ধরনের জরিপের কাজে ব্যবহার করা যাবে।

কয়েকটি প্রতিষ্ঠান কাজ নিয়েও যথা সময়ে শেষ করতে পারেনি। অথচ এই ছয় বছরে প্রযুক্তির অনেক রূপরেখা বদলে গেছে। বাংলা ভাষা রক্ষায় ও মেশিন লার্নিং বাংলা ভাষার সক্ষমতা তৈরি করতে সরকারের উদ্যোগ নেওয়া ১৬টি টুলসের বেশ কিছু বিষয়বস্তু আগে ও পরে গুগল, অমিল্যাব (অভ্রর মূল প্রতিষ্ঠান), উইকিপিডিয়া, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ডেভেলপমেন্ট ভিত্তিক অনেক প্রতিষ্ঠান বিনামূল্যে করে ফেলেছে
১৩. বাংলা ফন্ট কনভার্টার : অনেক সময় আমরা বাংলা ফন্ট বিভিন্ন অপারেটিং সিস্টেমে স্থানান্তরের সময় ভেঙে যায়। এমনকি কখনো একটি অ্যাপ্লিকেশন থেকে অন্য অ্যাপ্লিকেশনে নিলেও ফন্ট ভেঙে যায়। সেটা থেকে মুক্তি দেবে এই সফটওয়্যার।

১৪. ক্ষুদ্র-নৃগোষ্ঠী ভাষার কিবোর্ড ও শব্দ ভাণ্ডার : দেশে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর ভাষাগুলো তথ্যপ্রযুক্তিক্ষেত্রে খুব একটা ব্যবহার হয় না। অধিকাংশ ক্ষেত্রে ভাষার মানসম্মত ডকুমেন্টেশন, রিসোর্স বা ম্যাটেরিয়াল নেই। আবার এদের মধ্যে কিছু বিপন্ন অবস্থায় রয়েছে। অনেক ভাষার পর্যাপ্ত ডেটা নেই, ফন্ট এনকোডিং নেই। সেগুলোকে লিপিতে রূপ দেয়া থেকে শুরু করে নানান ধরনের কাজ করা হবে।

১৫. বাংলা ইউনিকোড : ইউনিকোড লিপি কম্পিউটারে লিখন পদ্ধতির একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান। বিশ্বের প্রায় সকল প্রধান ভাষায় কম্পিউটার লিপির জন্য কম্পিউটার ইন্ডাস্ট্রির বিজ্ঞানী, বিভিন্ন দেশের প্রতিনিধি ও বিজ্ঞানীদের সমন্বয়ে গঠিত কনসোর্টিয়াম এই মান নির্ধারণ করেন। এই কম্পোনেন্টের মাধ্যমে বাংলাদেশের পক্ষে বাংলা ও অন্যান্য ভাষার ইউনিকোড মান নির্ধারণে সকল প্রকার সমর্থন প্রদান করা হবে।

১৬. ভাষা প্রযুক্তির সমন্বিত প্লাটফর্ম : এই কম্পোনেন্টটি প্রকল্পের সবগুলো সার্ভিসের মিলনবিন্দু হিসেবে কাজ করবে। এখানে ওসিআর, হাতের লেখা শনাক্তকরণ, যান্ত্রিক অনুবাদসহ অন্যান্য সব সার্ভিস একসঙ্গে থাকবে। একজন ব্যবহারকারী ব্রাউজারের মধ্যমে এই প্লাটফর্মে প্রবেশ করে উল্লিখিত সার্ভিস ব্যবহার করতে পারবেন। এছাড়াও এখানে থাকবে প্রোডাক্ট শোকেস, যা থেকে সার্ভিস ছাড়াও ডকুমেন্ট ডাউনলোড করা যাবে।

তথ্যপ্রযুক্তিতে বাংলার ব্যবহার : সরকারি প্রকল্পে দরকারি কিছু নেই

২০১৭ সালের ৩ জানুয়ারি একনেকে প্রকল্পটি অনুমোদনের এক মাস পর ৪ ফেব্রুয়ারি প্রশাসনিক অনুমোদন পায়। ১৫ মে প্রকল্প বাস্তবায়ন কমিটি প্রথম সভা করে। স্টিয়ারিং কমিটি সভা করে ২৪ মে। এরপর ২০১৭ সালের জুন থেকে বাস্তবায়ন মেয়াদ দুই বছর ধরে প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিল ২০১৯ সালের জুন মাসে। তবে দুই বছর শেষে শতকরা হিসেবে মাত্র পাঁচ শতাংশের মতো কাজ হওয়াতে প্রকল্পের মেয়াদ আরও দুই বছর বৃদ্ধি করে ২০২১ সালের জুন মাস পর্যন্ত বর্ধিত করা হয়। তবে অবাক হলেও সত্য ছয় বছর পার হলেও এই প্রকল্প এখনো গবেষণা পর্যায়ে রয়েছে।

কয়েকটি প্রতিষ্ঠান কাজ নিয়েও যথা সময়ে শেষ করতে পারেনি। অথচ এই ছয় বছরে প্রযুক্তির অনেক রূপরেখা বদলে গেছে। বাংলা ভাষা রক্ষায় ও মেশিন লার্নিং বাংলা ভাষার সক্ষমতা তৈরি করতে সরকারের উদ্যোগ নেওয়া ১৬টি টুলসের বেশ কিছু বিষয়বস্তু আগে ও পরে গুগল, অমিল্যাব (অভ্রর মূল প্রতিষ্ঠান), উইকিপিডিয়া, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ডেভেলপমেন্ট ভিত্তিক অনেক প্রতিষ্ঠান বিনামূল্যে করে ফেলেছে।

‘প্রকল্প পরিচিতি’ অপশনটি কাজ করলেও সেখানে প্রকল্প সম্পর্কে পর্যাপ্ত তথ্য নেই। কত বাজেট, কবে শুরু হয়েছিল এবং কবেই বা এই ১৬টি টুল উন্মুক্ত করা হবে সে বিষয়ে কোনো কিছুই লেখা নেই। কিছু জাগায় লিংকে ক্লিক করলে একই পেজে ওপেন না হয়ে ভিন্ন একটা পেজে নিয়ে যাচ্ছে যা একেবারেই ইউজার ফ্রেন্ডলি নয়
‘গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ’ প্রকল্পের জন্য একটি অসম্পূর্ণ ওয়েবসাইট করা হয়েছে। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গত বছরের ১৮ মে ‘ডেভেলপমেন্ট অব বাংলা ভার্চুয়াল প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট’ ও ১০ আগস্ট ‘ডেভেলপমেন্ট অব বাংলা মেশিন ট্রান্সলেটর সিস্টেম ফর বাংলা টু ইংলিশ অ্যান্ড ইংলিশ টু বাংলা অ্যান্ড ৯ আদার ইমপেক্টফুল ল্যাঙ্গুয়েজ’ এর জন্য টেন্ডার ডাকা হয়েছে। তার মানে কাজটি কোন পর্যায়ে রয়েছে সেগুলো সহজেই অনুমান করা যায়।

এ প্রকল্পের জন্য বানানো ওয়েবসাইটটি (http://www.eblict.gov.bd/) বাংলা ও ইংরেজি ভাষার সংমিশ্রণে ভরা। ওয়েবসাইটে আইকন ভেঙে গেছে। অনেক ক্যাটাগরিতে ক্লিক করলে কাজ করে না। ওয়েবসাইটে ‘প্রকল্পের বিস্তারিত’ ও ‘প্রকল্পের মূল কার্যক্রম’-এর মতো গুরুত্বপূর্ণ অপশনটিও কাজ করছে না। কাজ করছে না ওয়েবসাইটের মূল ক্যাটাগরির আমাদের সেবা, আদেশ/বিজ্ঞপ্তি, প্রকাশনা (প্রকল্প পরিচিতি), ডাউনলোড, গ্যালারি, ফটো গ্যালারি, যোগাযোগ অপশনগুলোও। তবে ‘প্রকল্প পরিচিতি’ অপশনটি কাজ করলেও সেখানে প্রকল্প সম্পর্কে পর্যাপ্ত তথ্য নেই। কত বাজেট, কবে শুরু হয়েছিল ও কবে এই ১৬টি টুল উন্মুক্ত করা হবে সে বিষয়ে কিছুই লেখা নেই। কিছু জাগায় লিংকে ক্লিক করলে একই পেজে ওপেন না হয়ে ভিন্ন একটা পেজে নিয়ে যাচ্ছে যা একেবারেই ইউজার ফ্রেন্ডলি নয়।

এদিকে একই প্রকল্পের বিষয়বস্তু নিয়ে https://bangla.gov.bd/ নামেও একটা ওয়েবসাইট রয়েছে। যেখানে লোগো ছাড়া বাংলায় কিছু লেখা নেই। শুধুমাত্র অ্যাবাউট আস বিভাগে কিছুটা কথিত বাংলিশ রয়েছে। https://spell.bangla.gov.bd ঠিকানা থেকে বানান চেক করা যায়। তবে এটার জন্য কোথাও কোনো লিংক নেই। একটা ছবিতে লিংক যেটা দেখে আমি ব্রাউজারে লিখে ঢুকলাম। সেখানে আজকের প্রেজেন্টেশনের একটি ছোট্ট লেখা পেস্ট করাতে ‘শুধুমাত্র’ শব্দটি ভুল উল্লেখ করে সঠিক শব্দ লিখেছে ‘শুধু’ আর ওয়েবসাইটে ‘আইকন’ শব্দটি ভুল উল্লেখ করে সঠিক লিখেছে ‘তালা’! তার মানে ২০০ কোটি টাকা মূল্যের এই বানান চেক করার সফটওয়্যারটি মূলত সঠিক বানানকে ভুল হিসেবে দেখায়।

বাংলা ভাষাকে বিশ্বের নেতৃত্বস্থানীয় ভাষায় প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রযুক্তির প্ল্যাটফর্ম বাংলা ডট গভ ডট বিডি এবং বাংলা থেকে আইপিএতে রূপান্তরের সফটওয়্যার ‘ধ্বনি’র পরীক্ষামূলক সংস্করণ ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি উন্মুক্ত করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। আইপিএ বা ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট হলো আন্তর্জাতিক ধ্বনিভিত্তিক প্রতিবর্ণীকরণ পদ্ধতি বা আন্তর্জাতিক ধ্বনিলিপি, যার উদ্দেশ্য হলো বিশ্বের সব ভাষার সব ধ্বনিকে এক লিপিতে প্রমিতভাবে উপস্থাপন করা। https://ipa.bangla.gov.bd লিংক থেকে বাংলা লেখা পেস্ট করলে সেটা ইংরেজি হরফে লেখা দেখা গেলেও এটা শুনতে কেমন তা কোথাও উল্লেখ করা নেই। এটার আসলে কাজ কী তা দেখে বোঝার উপায় নেই।

সরকারের বড় বাজেটের ধীর গতি প্রকল্প আদৌ আমাদের কোনো উপকারে আসবে কিনা সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, ২০১৪ সালেও বাংলা ভাষায় হাতে লেখা, টাইপ করা ও ছাপার অক্ষরের লেখাকে যন্ত্রে পাঠযোগ্য লেখায় রূপান্তর এবং বাংলা প্রকাশনাকে স্থায়ীভাবে সংরক্ষণ করার জন্য সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ৬ কোটি ৩৪ লাখ টাকা খরচ করে ‘টিম ইঞ্জিন’ নামের একটি প্রতিষ্ঠান দিয়ে বাংলা অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন বা ওসিআর তৈরি করেছিল। অথচ সেই ওসিআর কোন রকম ব্যবহার হচ্ছে না
এই প্রকল্পের সেবা নিয়ে ‘তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা’ নামের একটি ফেসবুক পেজ (https://www.facebook.com/EBLICT) রয়েছে। পেজটিতে গত ২৯ জানুয়ারি লেখা হয়েছে, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক বাস্তবায়নাধীন ‘গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ’ প্রকল্পের আওতায় বাক, শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের যোগাযোগ ব্যবস্থা সহজীকরণ ও প্রযুক্তিবান্ধব করার লক্ষ্যে নির্মাণাধীন সফটওয়্যার সম্পর্কে ধারণা প্রদান ও পরামর্শ গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও অংশীজনদের নিয়ে একটি কর্মশালা গত ১০ জানুয়ারি আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সাড়ে পাঁচ বছর আগের প্রকল্প, তিন বছর অতিরিক্ত সময় পার হওয়ার পর এখনো যদি ‘নির্মাণাধীন’ থাকে তাহলে মানুষ এর সুবিধা ভোগ করবে কবে?

এদিকে পেজটিতে গত ১১ ফেব্রুয়ারি লেখা হয়েছে, অমর একুশে বইমেলায় বাংলা ভাষাপ্রযুক্তির বিভিন্ন সেবা প্রদর্শিত হচ্ছে ‘গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ’ প্রকল্পের স্টলে। এবারের মেলায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে প্রকল্পের তৈরিকৃত বাংলা বানান পরীক্ষক সফটওয়্যার ‘সঠিক’ ও বাংলা ওসিআর সফটওয়্যার ‘বর্ণ’ এর পরীক্ষামূলক সংস্করণ। ছয় বছর পরে এই পরীক্ষামূলক সংস্করণ নিয়ে জাতি কী করবে?

সরকারের বড় বাজেটের ধীর গতি প্রকল্প আদৌ আমাদের কোনো উপকারে আসবে কিনা সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, ২০১৪ সালেও বাংলা ভাষায় হাতে লেখা, টাইপ করা ও ছাপার অক্ষরের লেখাকে যন্ত্রে পাঠযোগ্য লেখায় রূপান্তর এবং বাংলা প্রকাশনাকে স্থায়ীভাবে সংরক্ষণ করার জন্য সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ৬ কোটি ৩৪ লাখ টাকা খরচ করে ‘টিম ইঞ্জিন’ নামের একটি প্রতিষ্ঠান দিয়ে বাংলা অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন বা ওসিআর তৈরি করেছিল। অথচ সেই ওসিআর কোনো রকম ব্যবহার হচ্ছে না। এর পরিবর্তে নতুন করে আরও বেশি টাকা খরচ করে ছয় বছর সময় নিয়ে সবেমাত্র পরীক্ষামূলক ওসিআর এলো। কিন্তু সে সম্পর্কে কতজন মানুষ জানে? সেটার ব্যবহার কারা করছে? আদৌও কি এই প্রকল্প আলোর মুখ দেখবে? এমন হাজার প্রশ্ন করা হলেও নেতিবাচক উত্তর ছাড়া ইতিবাচক কিছুই পাওয়া যাবে না। ফলে তথ্যপ্রযুক্তিতে বাংলার ব্যবহারে সরকারি প্রকল্পে দরকারি কিছু নেই!
প্রযুক্তিতে বাংলার ব্যবহার বাড়াতে করণীয় কী?
আইন করে বাংলা ভাষার ব্যবহার বৃদ্ধি করার সুযোগ দেখছি না। যদিও দেশের সর্বত্র বাংলা ভাষার প্রচলন নিশ্চিত করতে ২০১৪ সালের ১৭ ফেব্রুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ এক আদেশে দেশের সব সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার, গাড়ির নম্বর-প্লেট, সরকারি দপ্তরের নাম-ফলক এবং গণমাধ্যমে ইংরেজি বিজ্ঞাপন ও মিশ্র ভাষার ব্যবহার বন্ধ করতে সরকারকে ব্যবস্থা নিতে বলেন।
এই স্রোত থেকে বের হয়ে আসতে হলে আমাদের ভাষাকে সমৃদ্ধ করে আধুনিক সমাজের উপযোগী করতে হবে। এ জন্য প্রযুক্তির আশ্রয় নিয়ে ভাষার ‘কম্পিউটেশনাল রিপ্রেজেন্টেশন’ বর্ধিতকরণ বা যন্ত্র বোঝার উপযোগী করার বিকল্প নেই। উন্নত ভাষাগুলোর মতো বাংলাকে বিশ্বব্যাপী সর্বজনীনভাবে টিকিয়ে রাখতে হলে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তিবিদ্যাগুলোর প্রয়োগ প্রতিনিয়ত বাড়াতে হবে
সংবিধানের ৩ অনুচ্ছেদে বলা হয়েছে, প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। এছাড়া বাংলা ভাষা প্রচলন আইন, ১৯৮৭-এর ৩ ধারায়ও সরকারি অফিস, আদালত, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চিঠিপত্র, আইন-আদালতের প্রশ্ন-উত্তর এবং অন্য কাজে বাংলার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

রাজধানীতে ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স দেওয়া সংস্থা সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স (ব্যবসার অনুমতি) নেওয়ার সময়ও সিটি করপোরেশনের পক্ষ থেকে সাইনবোর্ডে বাংলা ব্যবহারের বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়। অতিরিক্ত একটি সিল দিয়ে ট্রেড লাইসেন্সে লেখা থাকে, ‘সাইনবোর্ড বা ব্যানার বাংলায় লিখতে হবে’। কিন্তু এসব আইন বা আদেশ মানছে কত জন? এ জন্য আমাদের আরও বেশি সচেতন হতে হবে। নিজের মাতৃভাষার প্রতি যত্নশীল হতে হবে। আর সুযোগ থাকলে আমাদের ভাষাকে আরও শত সহস্র বছর বাঁচিয়ে রাখতে প্রযুক্তিকে কাজে লাগাতে হবে।
বিশেষত গুগল আমাদের বাংলা ভাষার উন্নয়ন ও সমৃদ্ধির জন্য বহু সেবা বিনামূল্যে দিচ্ছে, সেগুলোতে অংশগ্রহণ করতে পারি। যেমন- ট্রান্সলেটরে ইংরেজি শব্দের বাংলা অর্থ যোগ করা, গুগলসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের রিভিউ বাংলায় লেখা, সামাজিক মাধ্যমে বাংলায় স্ট্যাটাস দেওয়া, ওয়েবসাইটে তথ্যবহুল বাংলা লেখা বাড়াতে উইকিপিডিয়ায় অংশগ্রহণ, প্রশ্ন-উত্তরের আন্তর্জাতিক ওয়েবসাইট কোরার বাংলা বিভাগে প্রশ্ন ও উত্তর সংযোজন করা যেতে পারে। এর ফলে বৈশ্বিক পর্যায়ে বাংলার ব্যবহার বাড়বে, বাংলা ভাষা সংরক্ষণ হবে, বাংলা ভাষা গ্রহণযোগ্যতা পাবে।
পর্যাপ্ত প্রযুক্তিগত উন্নয়ন না হওয়ার কারণে আমাদের অর্জিত এই ভাষা আমাদের কাছে আজ ক্রমেই সেকেলে হয়ে যাচ্ছে। আমাদের আধুনিক সমাজ ইদানিং বিদেশি ভাষার সংস্কৃতি, বিনোদন ও সেসব ভাষা ব্যবহারের দিকে ঝুঁকে পড়ছে। এই স্রোত থেকে বের হয়ে আসতে হলে আমাদের ভাষাকে সমৃদ্ধ করে আধুনিক সমাজের উপযোগী করতে হবে। এ জন্য প্রযুক্তির আশ্রয় নিয়ে ভাষার ‘কম্পিউটেশনাল রিপ্রেজেন্টেশন’ বর্ধিতকরণ বা যন্ত্র বোঝার উপযোগী করার বিকল্প নেই। উন্নত ভাষাগুলোর মতো বাংলাকে বিশ্বব্যাপী সর্বজনীনভাবে টিকিয়ে রাখতে হলে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তিবিদ্যাগুলোর প্রয়োগ প্রতিনিয়ত বাড়াতে হবে। এই প্রযুক্তির মূল চালিকাশক্তি হলো ডাটা। তাই বাংলা ভাষার জন্যও প্রয়োজনীয় ডাটা সেট সংগ্রহ ও সেগুলোর ব্যবহার নিশ্চিত করতে হবে। এর জন্য সরকার, গবেষক, তথ্যপ্রযুক্তিবিদ ও ভাষাবিদদের একযোগে কাজ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 shadinota.net
Design & Development By Hostitbd.Com