ফ্রান্সের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আত্তাল। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মঙ্গলবার তাঁকে প্রধানমন্ত্রী হিসাবে মনোনীত করেছেন।
৩৪ বছর বয়সী আত্তাল ফ্রান্সের সর্বকনিষ্ঠ এবং প্রথম প্রকাশ্যে সমকামীতা সমর্থনকারী সরকার প্রধান হলেন। বার্তা সংস্থা এএফপির বরাতে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ।
প্রেসিডেন্ট ম্যাক্রোঁ সোমবার প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নের পদত্যাগপত্র গ্রহণ করেন। দুই বছরেরও কম সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা ৬২ বছর বয়সী বোর্নের পদত্যাগের পর গ্যাব্রিয়েল আত্তালke নিয়োগ দেওয়া হলো।
এলিজাবেথ বোর্ন ছিলেন ফ্রান্সের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। এই বছরের শেষের দিকে ইউরোপিয়ান নির্বাচনের আগে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদলের অংশ হিসেবে এলিজাবেথ বোর্ন পদত্যাগ করেছেন বলে অনেকের অনুমান।
Leave a Reply