দ্বাদশ নির্বাচনকে কেন্দ্র করে গত ১২ নভেম্বর নির্বাচন কমিশন ২১ কোটি ব্যয়ে নির্মিত স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি বা স্মার্ট নির্বাচন ব্যবস্থাপনা বাংলাদেশ নামের একটি অ্যাপ চালু করে, যা গুগল ও অ্যাপলের প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। সে সময় ইসি জানিয়েছিল, অ্যাপটিতে ভোটার, আসন, প্রার্থী ও তাদের বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এ ছাড়া নির্বাচনের দিন প্রতি দুই ঘণ্টা পরপর প্রতিটি আসনে ভোটের ফলাফল জানা যাবে।
কিন্তু সেই অ্যাপটি রোববার (৭ জানুয়ারি) সকাল থেকেই কাজ করছে ধীর গতিতে। কখনো বা অ্যাপে প্রবেশও করা যাচ্ছে না। এর কারণ হিসেবে অ্যাপটি তিন দেশের হ্যাকারদের কবলে পড়ার কথা জানান নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। রোববার (৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে সারা দেশের নির্বাচন পরিস্থিতি জানাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।এ সময় ইসি সচিব বলেন, নির্বাচন কমিশনের তৈরি ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ হ্যাক করার চেষ্টা হয়েছে তিনটি দেশ থেকে।
আরও পড়ুন: কেন্দ্রের ভোট নেয়া বন্ধ হবার পর কী হয়?
তিনি আরও বলেন, আমরা সকাল থেকে করছি, রাতেও কাজ করেছি। (অ্যাপ স্লো কেন এ বিষয়ে) এখন আমাদের কাছে যে তথ্য আছে সেটা অনুযায়ী, জার্মানি, ইউক্রেন ও পার্শ্ববর্তী আরেকটি রাষ্ট্র থেকে অ্যাটাক করা হয়েছে (হ্যাকের জন্য)। অ্যাটাক করে স্লো করে দেয়া হয়েছে। হ্যাক বলা যাবে না। আমাদের অ্যাকসেস রানিং বাট বাহির থেকে…. আমরা চেষ্টা চালাচ্ছি। এখনো কাজ চলছে বাট স্লো হয়ে আছে একদম। এটা হতেই পারে।
Leave a Reply