নতুন বছরের শুরুতে ইসরায়েলকে লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট ছুড়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। গতকাল রোববার দিনভর ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলার পর রাতে গাজা থেকে ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে রকেট ছোড়ে হামাসের যোদ্ধারা। হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেড বলেছে, গাজায় বেসামরিকদের বিরুদ্ধে গণহত্যার প্রতিক্রিয়ায় এসব রকেট ছোড়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।গাজায় হামাসের সঙ্গে লড়াই করতে আরও কিছু রিজার্ভ সেনা নামাচ্ছে ইসরায়েল। দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি নেওয়ার মধ্যে এই পদক্ষেপ ইসরায়েলের অর্থনীতিকে সহায়তা করবে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে
গাজার বাসিন্দারা ও চিকিৎসা কর্মীরা জানিয়েছেন, রোববার ইসরায়েলি যুদ্ধবিমানগুলো উপত্যকার মধ্যাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে। এখানকার আল-মাঘাজি ও আল-বুরেইজ শরণার্থী শিবিরে বিমান হামলা চালানো হয়।
ইসরায়েলে গত ৭ অক্টোবর হামলা চালায় হামাস। ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয়েছে। এরপর থেকে ১২ সপ্তাহের বেশি সময় ধরে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে ২১ হাজার ৮০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহত আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। গাজার ২৩ লাখ বাসিন্দার প্রায় সবাই ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। একইসাথে গাজার ৭০ শতাংশ আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে।
Leave a Reply