আইনমন্ত্রী: ৯০ ভাগ দেশ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির প্রশংসা করেছে
১৪ নভেম্বর ২০২৩
জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ইউনিভার্সাল পিরিওডিক রিভিউতে (ইউপিআর) বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা হয়েছে। এতে ১১১টি দেশের মধ্যে ৯০ ভাগ দেশ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নতির প্রশংসা করেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তবে কানাডা এবং স্লোভাকিয়া কিছু সমালোচনা করেছে বলে তিনি জানান আইনমন্ত্রী আনিসুল হক।
সোমবার ১৩ নভেম্বর জেনেভায় ইউপিআরে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা হয়। বাংলাদেশ প্রতিনিধি হিসেবে এতে ভার্চুয়ালি অংশ নেন আইনমন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র, বৃটেন, বেলজিয়ামসহ অনেক দেশ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন-অগ্রগতির প্রশংসা করেছে। তবে তারা নির্বাচন নিয়ে কিছু প্রশ্ন করেছে।
যুক্তরাষ্ট্র এবং বেলজিয়াম অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের কথা বলেছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘আমি নির্বাচনের ব্যাপারে অত্যন্ত স্পষ্টভাবে আমাদের অবস্থান জানিয়েছি। আমরা বলেছি যথাসময়ে নির্বাচন হবে।’
আইনমন্ত্রী জানান, ইউপিআরে অংশ নেওয়া দেশগুলোর যেসব সুপারিশ করা হয়েছে, সেগুলো পরীক্ষা করে দেখা হবে। সুপারিশগুলোর বিষয়ে বাংলাদেশের মতামত জানানো হবে।
Leave a Reply