বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান করি :ভারতীয় মুখপাত্র
১০ নভেম্বর ২০২৩
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলেছেন, বাংলাদেশে বিরোধী দলের নেতাদের গ্রেপ্তার নিয়ে ভারত কোনো মন্তব্য করতে চায় না। তিনি বলেন, ‘বাংলাদেশ আমাদের ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগী। আমরা তাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান করি ও মর্যাদা দেই।’৯ নভেম্বর, বৃহস্পতিবার দিল্লিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
ব্রিফিংয়ে বাংলাদেশের বিরোধী দলের শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তারের কথা উল্লেখ করে এ বিষয়ে ভারতের মনোভাব জানতে চাওয়া হয়। জবাবে অরিন্দম বাগচী বলেন, ‘বিরোধীদের দমন, নেতাদের গ্রেপ্তার, জেলে ঢোকানো—এসব বিষয়ে ভারত কোনো মন্তব্য করতে চায় না। এগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের নির্বাচনও তাদের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের মানুষ নিজেরাই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবেন। আমরা তাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান করি ও মর্যাদা দেই। আমরা চাই বাংলাদেশ একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল রাষ্ট্র হোক।’
Leave a Reply