ফিলিস্তিন ও ইহুদিবাদী ইসরাইলের মধ্যে চলমান সংঘর্ষে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) বা সিপিআই(এম)। দলটির পক্ষ থেকে অবিলম্বে সংঘর্ষ বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।
সিপিআই(এম)–এর পলিটব্যুরো এক বিবৃতিতে বলেছে, আমরা হামাস এবং ইসরাইলি সেনার পাল্টাপাল্টি হামলার তীব্র নিন্দা করছি। ইতোমধ্যেই বহু মানুষ প্রাণ হারিয়েছেন। ঘটনার গতি-প্রকৃতি ইঙ্গিত দিচ্ছে, সংঘর্ষ অবিলম্বে থামানো না গেলে আরও বহু মানুষ প্রাণ হারাবেন।
গতকাল (রোববার) দলটির পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, জাতিসংঘকে অবশ্যই স্বদেশে ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার নিশ্চিত করতে হবে। সমস্ত ইসরাইলি অবৈধ বসতি এবং ফিলিস্তিন জুড়ে থাকা অবৈধ ইসরাইলি দখলদারদের হটাতে হবে এবং জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে গৃহীত দ্বি-রাষ্ট্র ফর্মুলায় ইসরাইল ও ফিলিস্তিন নামে দু’টি পৃথক রাষ্ট্র গঠন করতে হবে। চুক্তি অনুযায়ী, ফিলিস্তিনের রাজধানী হবে ঐতিহাসিক পূর্ব জেরুজালেম শহর।
সাম্প্রতিক সংঘর্ষের জন্য ইহুদিবাদী ইসরাইলের সমালোচনা করে সিপিআই(এম)–এর পলিটব্যুরো বলেছে, ইসরাইলের উগ্র ডানপন্থী নেতানিয়াহু সরকার নির্বিচারে ফিলিস্তিনের জমি দখল করে পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন করছে। শনিবারের সংঘর্ষ শুরুর আগে, চলতি বছরে ৪০জন শিশুসহ ২৪৮জন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী।
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) পলিটব্যুরো জাতিসংঘ এবং ভারত সরকারসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে এই সংঘাতের অবসান নিশ্চিত করতে এবং জাতিসংঘের প্রস্তাব বাস্তবায়নের জন্য কাজ করার আহ্বান জানিয়েছে। #
Leave a Reply