ব্রিটেনে নির্মিত হচ্ছে হিজাব পরা নারীর বিশ্বের প্রথমভাস্কর্য।
বার্মিংহামে স্থাপিত ব্রন্জের এই ভাষ্কর্যটিি চলতি বছরের অক্টোবরেই উন্মুক্ত হচ্ছে ।
এই ভাস্কর্যটির নাম দেয়া হয়েছে ‘হিজাবের শক্তি।’
ভাস্কর্যটির নিচে লেখা রয়েছে
‘ভালোবাসায় নারীর অধিকার এবং তার যা কিছু পরিধেয় তাকে সম্মান করা উচিত”
পিতলে নির্মিত ১৬ফুট লম্বা ভাস্কর্যটির কাজ প্রায় শেষের দিকে। ভাস্কর্যটির অনুমোদন দেয় স্থানীয় দাতব্য সংস্থা লিগ্যাসি ওয়েস্ট মিডল্যান।
বিশ্বের প্রথম হিজাব পরা নারীর ভাস্কর্যটির নকশা করেছেন বিখ্যাত শিল্পী লুক পেরি। ভাস্কর্যটি সম্পর্কে বলতে গিয়ে পেরি জানান, ‘হিজাবের শক্তি’ এমন একটি অংশ, যা ইসলামে বিশ্বাসী হিজাব পরিধানকারী নারীদের প্রতিনিধিত্ব করে।
Leave a Reply