ফ্রান্সের সরকারি স্কুলগুলোতে শিশুদের বোরকা, ঢিলেঢালা পোশাক, হাত-পা বা মুখ ঢাকা পোশাক পরা নিষিদ্ধ করা হবে। ফ্রান্সের বেশ কয়টি স্কুলে মুসলিম নারীরা বোরকা পরেন।সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
রোববার (২৭ আগস্ট) ফ্রান্সের শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আটাল বলেছেন, এমন পোশাক পরলে তা বাকি শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি স্কুলে বোরকা পরা যাবে না।
ফ্রান্স ১৯ শতকের শিক্ষা আইনে জনসাধারণের শিক্ষা থেকে কোনো প্রথাগত ক্যাথলিক প্রভাব সরিয়ে দেয়ার পর থেকে রাষ্ট্রীয় বিদ্যালয়ে ধর্মীয় লক্ষণের উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যার ফলে ফ্রান্সে থাকা সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী নিজেদের টিকিয়ে রাখতে সংগ্রাম করেছে।
২০০৪ সালে ফ্রান্সের একটি স্কুলে মাথায় পরার হিজাব নিষিদ্ধ করা হয়েছিল। ২০১০ সালে মুখে পর্দা করায় উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। এই সিদ্ধান্তের পর ফ্রান্সের অবস্থানরত মুসলিম গোষ্ঠী ক্ষুব্ধ হয়েছিল।
ফ্রান্সের শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আটাল টিভি চ্যানেল টিএফ১-কে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সবকিছু বিবেচনা করার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি স্কুলে আর বোরকা পরা যাবে না। ধর্ম নিরপেক্ষতা বজায় রাখতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
Leave a Reply