ভয়ংকর রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। গত মাসের তুলনায় এ মাসে রোগী বেড়েছে দ্বিগুণ। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। রাজধানীতে ডেঙ্গুর হটস্পট মিরপুর এবং মুগদা-বাসাবো। ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছে ৩১০ জন, মারা যায়নি কেউ। ডেঙ্গুর প্রকোপ এ মাসেও থাকবে বলে জানিয়েছেন কীটত্ত্ববিদেরা।
মহাখালীর বাসিন্দা সঞ্জয়। ডেঙ্গু আক্রান্ত মা সোহরাওয়ার্দী মেডিকেলের আইসিউতে। উদ্বিগ্ন হয়ে কখনো ছুটছেন রক্তের খোঁজে, কখনো আবার নার্স-ডাক্তারের কাছে।
এই হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা নিচ্ছেন ৯৮ জন, যাদের বেশিরভাগই উত্তর সিটির মিরপুরের বাসিন্দা। রোগীর চাপ বাড়ায় আলাদা করা হয়েছে ডেঙ্গু ওয়ার্ড।
অন্যদিকে, দক্ষিণ সিটিতে সবচেয়ে বেশি রোগী আক্রান্ত হচ্ছে মুগদা-বাসাবো এবং যাত্রাবাড়িতে। মুগদা হাসপাতালে রোগীর সংখ্যা ১১৯ জন। শয্যার অভাবে অনেককে থাকতে হচ্ছে মেঝেতে।
কীটতত্ত্ববিদেরা বলছেন, অক্টোবরজুড়েই অব্যাহত থাকবে ডেঙ্গুর প্রকোপ।
ডেঙ্গু রোগীর সংখ্যা অস্বাভাবিকভাবে বাড়লেও ঢাকার দুই সিটিরই দাবি, তাদের মশকনিধন কার্যক্রম চলছে।
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২৩ হাজার ৫৯২ জন। মারা গেছেন ৮৩ জন।
Leave a Reply