পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় উপহার সংক্রান্ত একটি মামলায় দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ড প্রদান করেছে৷
পাকিস্তানের একটি বিচার আদালত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করে তাকে তিন বছরের কারাদণ্ডদিয়েছে। দেশটির রাষ্ট্রীয় টিভিতে এই কথা জানানো হয়৷
সংবাদমাধ্যমটি জানায়,‘‘বিচারক হুমায়ুন দিলাওয়ার ঘোষণা করেছেন যে, দুর্নীতির সঙ্গে জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হয়েছে৷’’
১৪ কোটি পাকিস্তানি রুপি মূল্যের রাষ্ট্রীয় উপহার বিক্রি করা এবং উপহার নেয়ার বিষয়ে অসত্য বলার জন্য তাকে দোষী সাব্যস্ত করে আদালত। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান।
ইমরান যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন।
নের আইনজীবী ইন্তাজার হুসেন বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ‘‘লাহোরে ইমরানের বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে।’’
বিশেষজ্ঞদের মতে, এই মামলায় তিনি দোষী সাব্যস্ত হলে চলতি বছরের জাতীয় নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা শেষ হয়ে যেতে পারে।
Leave a Reply