দীর্ঘ ১৮ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডো। গতকাল ২ আগস্ট বুধবার কানাডার প্রধানমন্ত্রীর দপ্তরের একটি বিবৃতিতে জানানো হয়, সম্প্রতি বিচ্ছেদ সংক্রান্ত একটি আইনি চুক্তিতে সই করেছেন ট্রুডো এবং সোফি। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি যৌথ বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেছেন তারা।
ট্রুডো তার পোস্টে লিখেছেন, বিবাহবিচ্ছেদ হলেও আমি এবং সোফি একটি পরিবার হিসেবে থাকব। আমাদের সন্তানদের স্বার্থে সবাইকে আমাদের গোপনীয়তাকে সম্মান জানানোর জন্য অনুরোধ করছি। ধন্যবাদ।
ট্রুডো এবং সোফির বিচ্ছেদে কোনও রকম আইনি জটিলতা সৃষ্টি হয়েনি। এটি তাদের যৌথ সিদ্ধান্ত। পরিবার হিসেবে এক সাথে আরও সময় কাটাতে আগামী সপ্তাহেই সপরিবারে ছুটি কাটাতে যাচ্ছেন তারা।২০০৫ সালের মে মাসে বিয়ে করেন ট্রুডো এবং সোফি। ১৮ বছরের বৈবাহিক জীবনে তাদের দুইজন পুত্র এবং একজন কন্যা সন্তান রয়েছে।
Leave a Reply