1. admin@kishorganjeralo.com : kishorganjeralo.com :
  2. admin@shadinota.net : shadinota net : shadinota net
ব্রেকিং নিউজ :

কোনো বিশেষ দল নয়, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে যুক্তরাষ্ট্র: হাস

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১০২ বার পঠিত

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো বিশেষ দল নয়, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার পক্ষে।

দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে আলোচনা শেষে এ কথা জানান তিনি।

পিটার হাস বলেন, অবাধ, সুষ্ঠু নির্বাচনের পক্ষে যুক্তরাষ্ট্র। দেশটি সংঘাতমুক্ত নির্বাচন চায়। শান্তিপূর্ণ নির্বাচন করতে সব রাজনৈতিক দল, সিভিল সোসাইটি, মিডিয়ার ভূমিকা রয়েছে। কোন প্রক্রিয়ায় নির্বাচন হবে তা নির্ধারণ করবে রাজনৈতিক দলগুলোকে। তবে সংবিধান অনুযায়ী নির্বাচনের প্রত্যাশার কথা জানান পিটার হাস।

এরআগে বেলা ১১টার দিকে শুরু হয় আলোচনা। এসময় তারা চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। এর আগে সকাল ১১টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আসলে পিটার হাসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ওবায়দুল কাদেরসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
ওই বৈঠকে আওয়ামী লীগের নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত। এ ছাড়াও দূতাবাসের একজন কর্মকর্তা আছেন।

এর আগে, গত ২২ মার্চও ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সে সময় ঢাকায় পিটার হাসের বাসায় হয় এ বৈঠক। সে সময় বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, বাণিজ্য, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক, নিরাপত্তা সহযোগিতা এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এরই অংশ হিসেবে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 shadinota.net
Design & Development By Hostitbd.Com