রাশিয়াকে বাদ দিয়ে সৌদি আরবে হতে যাচ্ছে ইউক্রেন বিষয়ক আলোচনা। আগামী মাসে অনুষ্ঠেয় ওই আলোচনায় আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এবং এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার কিছু দেশ উপস্থিত থাকবে।
মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর দিয়ে বলেছে, পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইউক্রেন মিলে এ বৈঠকটির আয়োজন করতে যাচ্ছে এবং সৌদি আরবের ভূমিকা এখানে নগণ্য।
আগামী ৫ ও ৬ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকটিতে ভারত, ব্রাজিল, ইন্দোনেশিয়া, মিশর, মেক্সিকো, চিলি ও জাম্বিয়াসহ ৩০টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ঠিক কতোটি দেশ সৌদি আরবে তাদের প্রতিনিধি পাঠাবে সে সম্পর্কে দৈনিকটি নিশ্চিত করে কিছু বলতে পারেনি।
কূটনৈতিক সূত্রগুলোর বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছে, ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা, পোল্যান্ড ও ইইউ এরইমধ্যে সৌদি আরবের জেদ্দায় হতে যাওয়া বৈঠকে নিজেদের উপস্থিতি নিশ্চিত করেছে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জেদ্দা বৈঠকে উপস্থিত থাকতে পারেন বলে দৈনিকটি জানিয়েছে।
চীনের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক ভালো থাকায় আসন্ন বৈঠকে চীনকে উপস্থিত করতেই সৌদি আরবকে স্বাগতিক দেশ হিসেবে বেছে নেয়া হয়েছে। কিন্তু তারপরও চীনারা এ বৈঠকে উপস্থিত হবে না বলেই এখন পর্যন্ত মনে করছে কূটনৈতিক সূত্রগুলো।
ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, যেসব উন্নয়নশীল দেশ এখনও ইউক্রেন ইস্যুতে সরাসরি কোনো পক্ষকে সমর্থন না জানিয়ে নীরব রয়েছে সেসব দেশকে ইউক্রেনের পক্ষে টানতেই জেদ্দা বৈঠকের আয়োজন করা হয়েছে। #
পার্সটুডে/এমএমআই/এনএম/৩০
Leave a Reply