ইউক্রেন যুদ্ধে শীর্ষ রুশ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনায় বরখাস্ত হতে হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার সেনাবাহিনীর এক জেনারেল। এক অডিও বার্তায় তিনি এমনটি জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইভান পপভ নামের ওই রুশ জেনারেল অভিযোগ করেন যে, রুশ সেনা কর্মকর্তারা যুদ্ধে থাকা সৈনিকদের পেছন থেকে আঘাত করছেন।
গত ২৪ জুন রুশ সেনা কর্মকর্তাদের কর্মকাণ্ডের বিরোধিতা করে বিদ্রোহ করে রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার। এ ঘটনার পর থেকে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও যুদ্ধে রুশ বাহিনীর নেতৃত্ব দেওয়া জেনারেল ভ্যালেরি গেরাসিমভকে তাঁদের দায়িত্ব থেকে দূরে রেখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রয়টার্স জানায়, রাশিয়ার ৫৮ কম্বাইন্ড আর্মস আর্মির মেজর জেনারেল পপভের অডিও বার্তাটি প্রকাশ করেছেন রুশ আইনপ্রণেতা আন্দ্রেই গুরুলিভ। এটি কবে নাগাদ রেকর্ড করা হয়েছে তা জানা যায়নি।
ওই অডিও বার্তায় পপভ বলেন, ইউক্রেনের সেনাবাহিনী আমাদেরকে হঠাতে পারত না। কিন্তু আমাদের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারা বিশ্বাসঘাতকতা করছেন। তাঁরা গুরুত্বপূর্ণ সময়ে সেনাদের শিরশ্ছেদ করছেন।
পপভ ইউক্রেনের দক্ষিণাঞ্চলে যুদ্ধের দায়িত্বে ছিলেন। এ নিয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য পায়নি রয়টার্স।
Leave a Reply