যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অ্যালায়েন্সে (ন্যাটো) এর সদস্যরা ইউক্রেনকে সংস্থাটির সদস্যভুক্ত করতে একমত হলেও কবে দেশটিকে ন্যাটোর সঙ্গে যুক্ত করা হবে সে বিষয়ে এখনো একমত হতে পারেনি।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, লিথুনিয়ায় ন্যাটোর চলমান সম্মেলনে সংস্থার প্রতিনিধিরা জানিয়েছেন, শর্ত পূরণের সাপেক্ষে ইউক্রেন ন্যাটো জোটে যোগ দিতে পারবে। এক বিবৃতিতে ন্যাটো জানিয়েছে, দ্রুতই ইউক্রেনকে ন্যাটোতে যুক্ত করার প্রয়োজনীয়তা স্বীকার করছেন সংস্থার সদস্যরা। তবে এ বিষয়ে এখনো কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, ইউক্রেনকে ন্যাটোতে আমন্ত্রণ জানানো বা সদস্য করার কোনো প্রস্তুতি নেই বলেই মনে হচ্ছে। ইউক্রেনের সদস্যপদ পাওয়ার বিষয়টি বিলম্ব হওয়ার মানে হলো রাশিয়ার সাথে ‘দর কষাকষি করার সুযোগ’ হারাচ্ছে ন্যাটো।
এই প্রেক্ষিতে ন্যাটো প্রধান জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধে জড়িত থাকায় এখনই দেশটিকে সংস্থার সদস্যভুক্ত করা যাচ্ছে না। ইউক্রেনের ন্যাটোতে যোগদানে দেরি হওয়ার বিষয়টি সহজে মেনে নিতে পারছেন না প্রেসিডেন্ট জেলেনস্কি। একে অযৌক্তিক বলে সমালোচনা করে হতাশা প্রকাশ করেছেন তিনি।
ইউক্রেন কখন এবং কীভাবে জোটে যোগ দিতে পারে তা জানায়নি ন্যাটো । কিন্তু কূটনীতিকরা জানিয়েছেন, তারা ইউক্রেনের জন্য একটি পরিষ্কার পথ ঠিক করেছে এবং আবেদনের প্রক্রিয়াটিকে উল্লেখযোগ্যভাবে সংক্ষিপ্ত করা হয়েছে।
Leave a Reply