1. admin@kishorganjeralo.com : kishorganjeralo.com :
  2. admin@shadinota.net : shadinota net : shadinota net
ব্রেকিং নিউজ :

৩৮ ঘণ্টায় ৪৮ প্রদেশ ঘুরে গিনেসে রেকর্ড দুই বন্ধুর

  • আপডেট সময় : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১০১ বার পঠিত

৩৮ ঘণ্টা ১৩ মিনিটে যুক্তরাষ্ট্রের ৪৮ টি প্রদেশ ঘুরে চমক সৃষ্টি করেছেন দুই পাইলট বন্ধু। এই এই কাজ দিয়ে বিশ্ব রেকর্ডও করেছেন তাঁরা। সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জন স্কিটোন এবং রবার্ট রেনল্ডস নামেন দুই পাইলট বন্ধুর ওই যাত্রার কথা রেকর্ড করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী, বিমানে এটি একটি দ্রুততম যাত্রা ছিল। যুক্তরাষ্ট্রের ৪৮ টি প্রদেশ ঘুরতে তাদের সময় লেগেছে ১ দিন ১৪ ঘণ্টা ১৩ মিনিট অথ্যাৎ ৩৮ ঘণ্টা ১৩ মিনিট। চলতি বছরের ১৭ থেকে ১৯ মে পর্যন্ত জন স্কিটোন এবং রবার্ট রেনল্ডস দুই পাইলট বন্ধু এই রেকর্ড করেন। তাঁরা দুজনই ইউএস ব্রেক অ্যাভিয়েশনের পাইলট।

চারটি কারণে স্কিটোন এবং রেনল্ডস এই রেকর্ড ভাঙার সিদ্ধান্ত নেন, প্রথমত; ৪৮ টি প্রদেশ পরিদর্শন করে ব্যক্তিগত কৃতিত্ব এমন একটি তালিকায় তুলে আনা যা আগে কেউ করেনি। দ্বিতীয়ত; সাধারণ বিমান চালনা প্রচার করতে। তৃতীয়ত; একটি ছোট বিমানে দেশ ভ্রমণ করা কতটা সহজ তা প্রদর্শন করা। চতুর্থত; অন্যদের উত্সাহিত করার জন্য এবং বিশ্বকে দেখানোর জন্য এই রেকর্ড করেন তাঁরা।

টিএমজেফোর নিউজকে দেওয়া সাক্ষাৎকারে পাইলট জন স্কিটোন বলেন, ‘আমরা মাত্র ৪৮ টি প্রদেশে অবতরণের জন্য একটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করতে পেরেছি। আমরা এটি ৩৮ ঘন্টা ১৩ মিনিটে করেছি।’

স্কিটোন এবং বব রেনল্ডস তাদের বিমানটি ৪৮ প্রদেশের প্রত্যেকটিতে অবতরণ করেন এবং খুব দ্রুত সেখান থেকে বিমান উড্ডয়ন করেন।

স্কিটোন বলেন, ‘আমদের দুইটি প্রদেশ পাড়ি দিতে সবচেয়ে কম সময়ের দূরত্ব ছিল প্রায় ৪ মিনিট। আর এরকম সময় দুইবার লেগেছিল নেব্রাস্কা থেকে আইওয়া এবং ওহিও থেকে পশ্চিম ভার্জিনিয়াতে যাওয়ার সময়।’

এই যাত্রা স্কিটোনের শখের তালিকে থেকে করা হয়েছে। স্কিটোন বলেন, ‘এটি আমার জন্য ব্যক্তিগত বিষয় ছিল। আমার শখের একটা তালিকা আছে। আমি প্রায় ১৫ বছর আগে এই তালিকা লিখেছি। এই তালিকায় বিমান সংক্রান্ত স্থান সম্পর্কে আমার জানার ইচ্ছে ছিল এবং আমি সেইসব জায়গায় যেতে চেয়েছিলাম। আমার শখের তালিকায় ৪৮ টি প্রদেশে যাওয়ার কথা ভেবেছিলাম।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 shadinota.net
Design & Development By Hostitbd.Com